স্ট্রিম প্রতিবেদক
আজ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে রাজধানীতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হয়েছিলেন আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। সেদিন আহত হয়েছিলেন তিন শর বেশি মানুষ। গ্রেনেড হামলার সেই দিনের আজ ২১তম বার্ষিকী। এদিকে, ২০২৪ সালের ১ ডিসেম্বর এ ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমানকে খালাস দেন হাইকোর্ট। আপিল বিভাগে খালাসের এই রায় চ্যালেঞ্জ করা হয়। আজ ২১ আগস্ট মুলতবি হওয়া আপিল শুনানি আবার শুরু হওয়ার কথা রয়েছে।
গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান, ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগমসহ আরও কয়েকজন।
বিচার ও রায়
১৪ বছর তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে ২০১৮ সালে ঢাকার একটি আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৮ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ সব আসামিকে খালাস দেন, যার মধ্যে ছিলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ট্রায়াল কোর্টের রায়কে ‘অবৈধ’ বলে উল্লেখ করে আদালত জানান, সম্পূরক চার্জশিট আইনি প্রক্রিয়া অনুসরণ করে দাখিল হয়নি এবং মামলায় ব্যবহার করা স্বীকারোক্তি ছিল জোরপূর্বক আদায় করা, যার কোনো আইনগত ভিত্তি নেই।
আদালত পর্যবেক্ষণে আরও জানান, অভিযোগ প্রমাণে কোনো নির্ভরযোগ্য নথি, প্রত্যক্ষদর্শী বা পরিস্থিতিগত প্রমাণ উপস্থাপিত হয়নি।
বর্তমান অবস্থা
হাইকোর্টের রায়ের পর গত ২ জুন রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি পায় দুটি আপিল দায়েরের জন্য। আপিলে খালাসের রায়কে চ্যালেঞ্জ করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আপিল শুনানি শুরু করে। তবে গতকাল বুধবার তা মুলতবি করা হয়। আপিলের শুনানি আজ ২১ আগস্ট আবার শুরু হওয়ার কথা রয়েছে।
আজ ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে রাজধানীতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হয়েছিলেন আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। সেদিন আহত হয়েছিলেন তিন শর বেশি মানুষ। গ্রেনেড হামলার সেই দিনের আজ ২১তম বার্ষিকী। এদিকে, ২০২৪ সালের ১ ডিসেম্বর এ ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তারেক রহমানকে খালাস দেন হাইকোর্ট। আপিল বিভাগে খালাসের এই রায় চ্যালেঞ্জ করা হয়। আজ ২১ আগস্ট মুলতবি হওয়া আপিল শুনানি আবার শুরু হওয়ার কথা রয়েছে।
গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান, ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগমসহ আরও কয়েকজন।
বিচার ও রায়
১৪ বছর তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে ২০১৮ সালে ঢাকার একটি আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৮ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ সব আসামিকে খালাস দেন, যার মধ্যে ছিলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ট্রায়াল কোর্টের রায়কে ‘অবৈধ’ বলে উল্লেখ করে আদালত জানান, সম্পূরক চার্জশিট আইনি প্রক্রিয়া অনুসরণ করে দাখিল হয়নি এবং মামলায় ব্যবহার করা স্বীকারোক্তি ছিল জোরপূর্বক আদায় করা, যার কোনো আইনগত ভিত্তি নেই।
আদালত পর্যবেক্ষণে আরও জানান, অভিযোগ প্রমাণে কোনো নির্ভরযোগ্য নথি, প্রত্যক্ষদর্শী বা পরিস্থিতিগত প্রমাণ উপস্থাপিত হয়নি।
বর্তমান অবস্থা
হাইকোর্টের রায়ের পর গত ২ জুন রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি পায় দুটি আপিল দায়েরের জন্য। আপিলে খালাসের রায়কে চ্যালেঞ্জ করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আপিল শুনানি শুরু করে। তবে গতকাল বুধবার তা মুলতবি করা হয়। আপিলের শুনানি আজ ২১ আগস্ট আবার শুরু হওয়ার কথা রয়েছে।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তাঁদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।
৩৩ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
২ ঘণ্টা আগেনবীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ করার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বিকট শব্দ হয়ে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে একটি বাস ও ৯টি সিএনজি পুড়ে যায়।
২ ঘণ্টা আগেসরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে