leadT1ad

বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২: ০৭
বাগছাসের লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তাঁদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।

বুধবার (২০ আগস্ট) প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এই প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে মো. আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন লড়বেন।

একই প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আয়াদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র লড়বেন।

তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র আন্দোলন চলাকালীন ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে প্যানেলটি।

এই প্যানেল থেকে সদস্য পদে লড়বেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

Ad 300x250

সম্পর্কিত