leadT1ad

আমাদের সম্পর্কে

‘বাংলা স্ট্রিম’ নতুন সময়ের সংবাদমাধ্যম। বাংলাদেশের অভিজ্ঞ, পেশাদার ও প্রযুক্তিবান্ধব একদল তরুণ সংবাদকর্মী নিয়ে স্বাধীন এই প্ল্যাটফর্ম। আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি, যখন বিশ্বপ্রযুক্তি এবং বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-রাজনীতি রূপান্তরের মুখোমুখি। দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো নানা কারণে প্রশ্নের সম্মুখীন। অবাধ তথ্যপ্রবাহের যুগে অপতথ্য আর ভুল তথ্যের ভীড়ে পাঠক নিমজ্জিত, বিভ্রান্তও। এই সময়ে তথ্য ও সংবাদের একটি নতুন অভিমুখ প্রয়োজন, যা একই সঙ্গে বস্তুনিষ্ঠ, গ্রহণযোগ্য আর সময়ের চাহিদা মেটাতে সক্ষম।

এজন্য চাই নতুন ভাষা।

আমরা সেই ভাষাকে বুঝতে চাই, সংবাদমাধ্যমে তার প্রকাশ ঘটাতে চাই। তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা তাই প্রকাশ করি প্রতিটি সংবাদ। ‘বাংলা স্ট্রিম’ পক্ষপাতহীন বিশ্লেষণে বিশ্বাসী। আমাদের প্রতিটি বিশ্লেষণে থাকে অতীত ও বর্তমানের প্রতিফলন আর ভবিষ্যতের গতিমুখ। বর্তমান ও ভবিষ্যতের বোঝাপড়ায় আমরা পাঠককে সহায়তা করি।

পাঠককে সঙ্গে নিয়ে আমরা তৈরি করতে চাই সংবাদমাধ্যমের এমন এক পরিসর, যা আগামীর বাংলাদেশের পথরেখায় ছাপ রাখবে।

‘বাংলা স্ট্রিম’-এ আপনাকে স্বাগত।