‘এই ইশতেহারের মাধ্যমে বাংলাদেশের যুবশক্তি এগিয়ে যাবে, যুবকরা এগিয়ে যাবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব যুবককে একত্রিত করবে। দেশে নতুন যুব নেতৃত্ব তৈরি করবে’, কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে আসা মামুন হাসান। তাঁর মতো আরও অনেকেই এসেছেন জাতীয় যুবশক্তির সম্মেলনে।
বিবৃতিতে সামাজিক প্রতিরোধ কমিটি সব রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইস্যুতে সকল রাজনৈতিকদল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। ‘
তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য বিএনপি পরিকল্পনা গ্রহণ করছে। আমার আহ্বান নিজেদের প্রযুক্তির শিক্ষায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলুন। বিএনপির পরিকল্পনা যাতে বাস্তবায়ন করা যায়, এজন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। স্কুল পর্যায়ে বাধ্যতামূলকভাবে প্রযুক্তিনির্ভর শিক্ষা অন্তর্ভুক্ত করতে কাজ চলছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ঘিরে অনেকে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী ধর্মের নামে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। তারা চাইছে সামনের নির্বাচনকে বিতর্কিত করতে।
মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের সদস্যরা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে রাষ্ট্রদূত বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশকে গণতান্ত্রিক পথে ফিরতে না দেওয়ার জন্য নানা স্থানে ষড়যন্ত্র চলছে। বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত ও ভণ্ডুল করে দিতে নানামুখী তৎপরতা চলছে।’
বক্তারা অভিযোগ করেন, ঘোষণাপত্র অতীত সংগ্রাম ও শহীদদের স্মৃতিচারণ করলেও এই গুরুত্বপূর্ণ পাঁচটি ঐতিহাসিক অধ্যায়কে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, এতে ভবিষ্যতের জন্য স্পষ্ট রোডম্যাপ, নির্বাচনের সময়সূচি, প্রশাসনিক সংস্কার, আইন-সাংবিধানিক প্রস্তাব কিংবা অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা ও জব
২১ বছর পর এমসি কলেজে কাউন্সিল
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
কমিটিতে নাম দেওয়া হয়েছে অথচ আগে থেকে জানানো হয়নি, এমন তিন জন ছাত্রীর খোঁজ পেয়েছে স্ট্রিম। সমালোচনার মুখে একটি হলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী।
চট্টগ্রামে শিবির সভাপতি
শিবির সভাপতি বলেন, ‘পতিত ফ্যাসিস্টরা বসে নেই। সবাই তো হেলিকপ্টরে পালাতে পারেনি। বড় একটা অংশ দেশে এবং একটা অংশ বাইরে আছে। তারা লুটপাটের অর্থ অরাজকতার কাজে ব্যবহার করছে।'
রাজশাহীর সম্মেলনে তারেক রহমান
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে- আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে
জামায়াত কোনো ইসলামী দল তো নয়ই বরং দলটি ইসলামের জন্য ক্ষতিকর—সম্প্রতি এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এরপর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করে দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানে তার দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকে তারেক রহমান শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজ এখানে বসে আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের হল কমিটি অনুমোদন পেয়েছে। ফেসবুকে তাই অভিনন্দন আর শুভেচ্ছার হিড়িক। অনেকেই নিজের সংবাদটি ফেসবুকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন।
১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।