leadT1ad

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
মহাখালীতে আগুন। সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীতে ‘ইউরেকা‘ নামে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান স্ট্রিমকে জানান, আমাদের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক অনুসন্ধানের পর এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

তা ছাড়া এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত