leadT1ad

ইউক্রেনে অস্ত্র সরবরাহে পশ্চিমাদের নিয়ন্ত্রণ নেই: রুশ কূটনীতিক

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮: ১১
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: তাসের সৌজন্যে

ইউক্রেনের রাজধানী কিয়েভে সরবরাহ করা অস্ত্রে পশ্চিমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আজ বুধবার রাশান রেডিও স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মারিয়া জাখারোভা বলেন, ‘কোনো চুক্তিগত বাধ্যবাধকতা নয়। এটি আমাদের বিরুদ্ধে তাদের শুধু হাইব্রিড যুদ্ধের (শত্রুকে আক্রমণ করার জন্য বিভিন্ন পদ্ধতির ব্যবহার, যেমন মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া, কম্পিউটার সিস্টেম হ্যাক করা ইত্যাদি) একটি উদ্যোগ। যুদ্ধের ফলাফল নিয়েও তাদের মাথাব্যাথা নেই। কোনো নিয়ন্ত্রণ নেই অস্ত্র সরবরাহের উপরেও।’

মারিয়া জাখারোভা জোর দিয়ে বলেন, ‘সঠিক তদারকিই পারে বিপজ্জনক অস্ত্রগুলোকে ভুল হাত থেকে রক্ষা করতে।’ কারণ হিসেবে তিনি মনে করেন, এটি সরবরাহকারী পক্ষের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে।

রুশ এই কূটনীতিক বলেন, ‘তাদের কিছু যায় আসে না। তারা নিজেদের জিজ্ঞাসাও করছে না যে একই পরিমাণ অস্ত্রের মজুত ইতিমধ্যেই তাদের কাছে আছে কিনা। আর আমি কোনো ভিত্তি ছাড়া বলছি না। এই অস্ত্র দিয়ে কাদের হত্যা করা হচ্ছে, তারা এসব নিয়েও মাথা ঘামায় না। এমনকি এ নিয়েও ভাবছে না যে অস্ত্রের অনিয়ন্ত্রিত সরবরাহের কারণে তাদের সীমান্তবর্তী অঞ্চলে ঝামেলা হতে পারে।’

মারিয়া জাখারোভা উল্লেখ করেন, পশ্চিমের বর্তমান কৌশল হলো কিয়েভকে প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানো। ন্যাটো এবং ইইউর রূপরেখার টেবিলে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করার সময় পশ্চিমারা শান্তির কথা বিবেচনা করছে না। এমনকি একটি প্রতীকী শান্তি প্রস্তাব দেওয়ার জন্যও কোনো উদ্যোগ নেই। শুধু আছে আগ্রাসন, অস্ত্র এবং সামরিক শক্তির সমর্থন।’

Ad 300x250

সম্পর্কিত