স্ট্রিম প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। তারা এনসিপির গাড়িবহরের পথরোধ এবং পথসভার মঞ্চ ভাঙচুর করেছেন।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিলো শামীম ওসমান, এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে নব্য গডফাদার এসেছে। জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। নাম বললাম না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এই ব্যক্তি সংস্কারবিরোধী। পিআর বোঝে না। রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেব ইশাআল্লাহ।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এর প্রতিক্রিয়ায় চকরিয়া বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আটকে দেন তাঁরা। কক্সবাজার থেকে চকরিয়া হয়ে বান্দরবানে যাওয়ার কথা এনসিপি নেতাদের। তবে চকরিয়া পৌঁছার আগেই আটকা পড়ে এনসিপির গাড়ি বহর।
পরিস্থিতি শান্ত হতে ডুলাহাজারা সাফারি পার্কের সামনে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে নেতা-কর্মীরা বান্দরবানের উদ্দেশে রওনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সরোয়ার আলম সরু স্ট্রিমকে বলেন, কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে কটাক্ষ করার প্রতিবাদে চকরিয়ার বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছেন।
রাস্তা আটকে বিক্ষোভের কারণ জানতে চাইলে সারোয়ার বলেন, ‘আমরা রাস্তা আটকাইনি। সাধারণ জনতা রাস্তা আটকে দিয়েছে। আমরা এখানে এসেছি যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে’।
এ বিষয়ে যোগাযোগ করলে এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় স্ট্রিমকে বলেন, ‘আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই। ফলে আমরা আশা করি, যুক্তির উত্তর শুধু যুক্তি দিয়েই দেওয়া হবে। কিন্তু তাঁরা নতুন বন্দোবস্তে আগ্রহী না। ফলে সেই পুরাতন সন্ত্রাসী কার্যক্রমে মেতে উঠেছে দলটি। আজকের চকরিয়ার ঘটনাটা একটা নিদর্শন হয়ে থাকলো।’
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস স্ট্রিমকে বলেন, ‘এনসিপি নেতারা কক্সবাজার থেকে চকরিয়া আসার পথে এই ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এনসিপির স্টেজ ভাংচুর করেন এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে। তারা এনসিপির গাড়িবহরের পথরোধ এবং পথসভার মঞ্চ ভাঙচুর করেছেন।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরের শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিলো শামীম ওসমান, এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে নব্য গডফাদার এসেছে। জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। নাম বললাম না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এই ব্যক্তি সংস্কারবিরোধী। পিআর বোঝে না। রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেব ইশাআল্লাহ।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এর প্রতিক্রিয়ায় চকরিয়া বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আটকে দেন তাঁরা। কক্সবাজার থেকে চকরিয়া হয়ে বান্দরবানে যাওয়ার কথা এনসিপি নেতাদের। তবে চকরিয়া পৌঁছার আগেই আটকা পড়ে এনসিপির গাড়ি বহর।
পরিস্থিতি শান্ত হতে ডুলাহাজারা সাফারি পার্কের সামনে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে নেতা-কর্মীরা বান্দরবানের উদ্দেশে রওনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সরোয়ার আলম সরু স্ট্রিমকে বলেন, কক্সবাজারের জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে কটাক্ষ করার প্রতিবাদে চকরিয়ার বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছেন।
রাস্তা আটকে বিক্ষোভের কারণ জানতে চাইলে সারোয়ার বলেন, ‘আমরা রাস্তা আটকাইনি। সাধারণ জনতা রাস্তা আটকে দিয়েছে। আমরা এখানে এসেছি যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে’।
এ বিষয়ে যোগাযোগ করলে এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় স্ট্রিমকে বলেন, ‘আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাই। ফলে আমরা আশা করি, যুক্তির উত্তর শুধু যুক্তি দিয়েই দেওয়া হবে। কিন্তু তাঁরা নতুন বন্দোবস্তে আগ্রহী না। ফলে সেই পুরাতন সন্ত্রাসী কার্যক্রমে মেতে উঠেছে দলটি। আজকের চকরিয়ার ঘটনাটা একটা নিদর্শন হয়ে থাকলো।’
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস স্ট্রিমকে বলেন, ‘এনসিপি নেতারা কক্সবাজার থেকে চকরিয়া আসার পথে এই ঘটনা ঘটে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এনসিপির স্টেজ ভাংচুর করেন এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। সেই হিসাব পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতের এই আয় বিএনপির তুলনায় দ্বিগুণ বেশি। ব্যয়ের দিক থেকে বেশি পাঁচগুণ।
৬ ঘণ্টা আগেনির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি চায় আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ বিষয়ে দলটির তরফ থেকে নির্বাচন কমিশন সচিবের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে।
১ দিন আগে‘এই ইশতেহারের মাধ্যমে বাংলাদেশের যুবশক্তি এগিয়ে যাবে, যুবকরা এগিয়ে যাবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব যুবককে একত্রিত করবে। দেশে নতুন যুব নেতৃত্ব তৈরি করবে’, কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে আসা মামুন হাসান। তাঁর মতো আরও অনেকেই এসেছেন জাতীয় যুবশক্তির সম্মেলনে।
২ দিন আগেবিবৃতিতে সামাজিক প্রতিরোধ কমিটি সব রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইস্যুতে সকল রাজনৈতিকদল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
২ দিন আগে