leadT1ad

পরিচয় শনাক্তে নেওয়া হবে ডিএনএ নমুনা, নির্দেশ আদালতের

জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০২: ৫৭
পরিচয় শনাক্তে নেওয়া হবে ডিএনএ নমুনা, নির্দেশ আদালতের। সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম একটি লিখিত আবেদন দাখিল করেন আদালতে। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতায় বহু নারী-পুরুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।‘

আবেদনে আরও বলা হয়, নিহতদের মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন জরুরি। ইতিমধ্যে এসব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। এরপর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

আবেদনের ওপর শুনানি করে বিচারক লাশ উত্তোলন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুম এবং পুলিশের সঙ্গে সংঘাতে অনেক আন্দোলনকারী নিখোঁজ ও নিহত হন। আন্দোলনের মূল পর্বে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখে রাজধানীতে বহু লাশ উদ্ধার হলেও অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদের অধিকাংশকেই অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।

Ad 300x250

সম্পর্কিত