পরিচয় শনাক্তে নেওয়া হবে ডিএনএ নমুনা, নির্দেশ আদালতের
স্ট্রিম প্রতিবেদক
চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম একটি লিখিত আবেদন দাখিল করেন আদালতে। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতায় বহু নারী-পুরুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।‘
আবেদনে আরও বলা হয়, নিহতদের মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন জরুরি। ইতিমধ্যে এসব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। এরপর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
আবেদনের ওপর শুনানি করে বিচারক লাশ উত্তোলন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুম এবং পুলিশের সঙ্গে সংঘাতে অনেক আন্দোলনকারী নিখোঁজ ও নিহত হন। আন্দোলনের মূল পর্বে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখে রাজধানীতে বহু লাশ উদ্ধার হলেও অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদের অধিকাংশকেই অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।
চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম একটি লিখিত আবেদন দাখিল করেন আদালতে। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতায় বহু নারী-পুরুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।‘
আবেদনে আরও বলা হয়, নিহতদের মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন জরুরি। ইতিমধ্যে এসব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। এরপর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
আবেদনের ওপর শুনানি করে বিচারক লাশ উত্তোলন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুম এবং পুলিশের সঙ্গে সংঘাতে অনেক আন্দোলনকারী নিখোঁজ ও নিহত হন। আন্দোলনের মূল পর্বে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখে রাজধানীতে বহু লাশ উদ্ধার হলেও অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদের অধিকাংশকেই অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।
শুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৩৭ মিনিট আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
১ ঘণ্টা আগেমালয়েশিয়ার স্থানীয় শ্রমিকেরা যেসব সামাজিক সুরক্ষা সুবিধা পান, বাংলাদেশি শ্রমিকেরা এখন থেকে একই সুবিধা পাবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলা ভাষায় অভিযোগ করতে পারার সুবিধাপ্রাপ্তির ব্যাপারেও আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের পুরাতন ভবনের ছাদ ধসে পড়ায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন
২ ঘণ্টা আগে