leadT1ad

পিটার হাসের কক্সবাজারে অবস্থানের গুঞ্জন, এনসিপি নেতারা গিয়েছেন ঘুরতে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
স্ট্রিম গ্রাফিক

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাংলাদেশে আসার গুঞ্জন উঠেছে। মহেশখালীর এলএনজি প্রকল্প পরিদর্শনে তিনি কক্সবাজারে অবস্থান করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উঠেছে। তবে পিটার ডি হাসের বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

বরং যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

পিটার ডি হাস বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে কর্মরত। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করেন এই কূটনৈতিক।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং: বিজি-৪৩৩) একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং নাসির উদ্দীন পাটোয়ারী।

এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁরা হোটেল রয়েল টিউলিপে চেক-ইন করেন এবং দুটি কক্ষে অবস্থান নিতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন।

এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে অবশ্য পুরো বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করা হয়েছে।

যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন স্ট্রিমকে বলেন, ‘তাঁরা কোনো বৈঠকের উদ্দেশ্যে কক্সবাজার যায়নি। পিটার হাস আদৌ বাংলাদেশে আছেন কি না, সেটাও আমাদের জানা নেই। বৈঠক হয়েছে এমন কোনো বিষয়ও সত্য নয়, তবে এ বিষয়ে গুঞ্জন উঠেছে মাত্র।’

দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীও বৈঠকের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’

Ad 300x250

সম্পর্কিত