leadT1ad

সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ: শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৭: ৫০
দুই সন্তানের সঙ্গে শেখ হাসিনা। সংগৃহীত ছবি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এই তিন মামলায় মোট ৪৭ জন আসামির নাম রয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও আছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সোমবার (১১ আগস্ট) এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাগুলোর বাদী দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তাঁরা আজ আদালতে সাক্ষ্য দেন।

প্রথম মামলায় অভিযোগ—শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। এই মামলায় তিনি ছাড়াও আরও ১১ জন আসামি আছেন, যাদের মধ্যে সাবেক সচিব, রাজউকের সাবেক সদস্য ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এখানেও অভিযোগ একই—পূর্বাচলে সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া।

তৃতীয় মামলাটি শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগ, জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। খবর বাসস।

Ad 300x250

সম্পর্কিত