স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই তিন মামলায় মোট ৪৭ জন আসামির নাম রয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও আছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সোমবার (১১ আগস্ট) এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাগুলোর বাদী দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তাঁরা আজ আদালতে সাক্ষ্য দেন।
প্রথম মামলায় অভিযোগ—শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। এই মামলায় তিনি ছাড়াও আরও ১১ জন আসামি আছেন, যাদের মধ্যে সাবেক সচিব, রাজউকের সাবেক সদস্য ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এখানেও অভিযোগ একই—পূর্বাচলে সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া।
তৃতীয় মামলাটি শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগ, জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। খবর বাসস।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই তিন মামলায় মোট ৪৭ জন আসামির নাম রয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও আছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সোমবার (১১ আগস্ট) এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলাগুলোর বাদী দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান। তাঁরা আজ আদালতে সাক্ষ্য দেন।
প্রথম মামলায় অভিযোগ—শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন। এই মামলায় তিনি ছাড়াও আরও ১১ জন আসামি আছেন, যাদের মধ্যে সাবেক সচিব, রাজউকের সাবেক সদস্য ও গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তার ছেলে জয়সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে। এখানেও অভিযোগ একই—পূর্বাচলে সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া।
তৃতীয় মামলাটি শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে। অভিযোগ, জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই আদালত এই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। খবর বাসস।
ছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ few সেকেন্ড আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৪০ মিনিট আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
১ ঘণ্টা আগেমালয়েশিয়ার স্থানীয় শ্রমিকেরা যেসব সামাজিক সুরক্ষা সুবিধা পান, বাংলাদেশি শ্রমিকেরা এখন থেকে একই সুবিধা পাবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফরে বাংলা ভাষায় অভিযোগ করতে পারার সুবিধাপ্রাপ্তির ব্যাপারেও আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে