স্ট্রিম সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘ওভারটেক করতে গিয়ে লেন অতিক্রম করায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ব্যবস্থা চলমান রয়েছে।’
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিরামধু গ্রামে অসুস্থ আত্নীয়কে দেখার জন্য সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা মাইক্রোবাসযোগে রওনা দেন। রাস্তায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে দুইজনের লাশ উদ্ধার করলেও বাকিদের বের করা যায়নি। পরে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এসে গাড়ি কেটে আরও তিনটি লাশ উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন বড়াইগ্রাম হাসপাতালে, বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান।
দুর্ঘটনা ও উদ্ধার তৎপরতার কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘ওভারটেক করতে গিয়ে লেন অতিক্রম করায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ব্যবস্থা চলমান রয়েছে।’
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিরামধু গ্রামে অসুস্থ আত্নীয়কে দেখার জন্য সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা মাইক্রোবাসযোগে রওনা দেন। রাস্তায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিকট শব্দে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে দুইজনের লাশ উদ্ধার করলেও বাকিদের বের করা যায়নি। পরে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এসে গাড়ি কেটে আরও তিনটি লাশ উদ্ধার করে। জীবিত উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন বড়াইগ্রাম হাসপাতালে, বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পর মারা যান।
দুর্ঘটনা ও উদ্ধার তৎপরতার কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে