leadT1ad

সরকারকে ১ মাসের সময় দিয়ে রাস্তা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকেরা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৮: ১৮
সরকারকে ১ মাসের সময় দিয়ে রাস্তা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকেরা। স্ট্রিম ছবি

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাতের পর বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর আশ্বাস পেয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকেরা। ওই আশ্বাস বাস্তবায়নের জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন তাঁরা।

আজ বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন শিক্ষকেরা। বেলা দুইটার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। পরে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

বৈঠক শেষে বিকাল পৌনে চারটার দিকে সচিবালয় থেকে বের হয়ে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এক মাসের মধ্যে দাবি আদায় না হলে ১৪ সেপ্টেম্বর সারা দেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি ও ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।’

তারপরও দাবি আদায় না হলে আরও এক মাস অপেক্ষা করে ১২অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন আজিজী।

আজিজী বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তারা বলেছে, সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলো পূরণে কী পরিমাণ অর্থ লাগবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। প্রস্তাব রেখেছি, আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে।’

আজিজী আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০% বাড়িভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালযয়ে পাঠানো হবে। চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার ওপর গুরুত্ব দিয়েছি। যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালযয়ে ডিউ লেটার পাঠানো না হয়, তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব।’

Ad 300x250

সম্পর্কিত