গোপালগঞ্জে সহিংসতা
স্ট্রিম প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নগারিক কমিটির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই মামলা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বিষয়ে সদর থানার ওসি জানান, এনসিপির পদযাত্রাকে ঘিরে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যে সহিংসতা ঘটেছে, সেই ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। পুুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়।
এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে ওই সহিংসতার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে দুটার দিকে রমজান মুন্সী (৩২) নামে ওই ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার দিন আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় রমজান মুন্সী গুলিবিদ্ধ হন। সেদিন তাঁকে গোপালগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
রমজান মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার আকবর মুন্সীর ছেলে। তিনি রিকশাচালক ছিলেন।
গোপালগঞ্জে জাতীয় নগারিক কমিটির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই মামলা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বিষয়ে সদর থানার ওসি জানান, এনসিপির পদযাত্রাকে ঘিরে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যে সহিংসতা ঘটেছে, সেই ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। পুুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়।
এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে ওই সহিংসতার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে দুটার দিকে রমজান মুন্সী (৩২) নামে ওই ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার দিন আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় রমজান মুন্সী গুলিবিদ্ধ হন। সেদিন তাঁকে গোপালগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
রমজান মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার আকবর মুন্সীর ছেলে। তিনি রিকশাচালক ছিলেন।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
২ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৩ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৩ ঘণ্টা আগে