leadT1ad

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করলেন ইইউ রাষ্ট্রদূত

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২২: ১৩
অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তাঁর বৈঠককে 'আকর্ষণীয়' বলে বর্ণনা করেন মাইকেল মিলার। সংগৃহীত ছবি

বাংলাদেশে সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারের উন্নয়নে সংস্কারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে (এনসিসি) কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এনসিসির সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তাঁর বৈঠককে 'আকর্ষণীয়' বলে বর্ণনা করে মাইকেল মিলার বলেন, ‘বৃহত্তর জবাবদিহি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা—সবকিছুই সিদ্ধান্তের টেবিলে রয়েছে।’

গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সফল রূপান্তরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথাও জানান মিলার।

জাতীয় ঐকমত্য কমিশন জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিশনের কার্যক্রম, লক্ষ্য ও অর্জনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন।

মাইকেল মিলার কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন ও চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Ad 300x250

সম্পর্কিত