জাকসুর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে ভবনটিতে শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন করতো বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা। তাই ভবনের কক্ষগুলোতে উৎসব আয়োজনের নানা সরঞ্জাম রাখা হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনের সংস্কারকাজ শুরু করেছে প্রশাসন। এ জন্য ভবনে থাকা সাবেক শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভবনের সংস্কারকাজ শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কারকাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা সরঞ্জামাদি আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ দিকে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক সোহেল আহমেদ জাকসু ভবনের সংস্কারকাজ পরিদর্শনে যান।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
সোহেল আহমেদ বলেন, জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হলো। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যেরা তাঁদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন।
গত ১৮ আগস্ট জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। যা শেষ হয়েছে আজ বেলা দুটায়। বিকেল চারটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট এবং আপিলের শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত। আর আপিলের রায় ঘোষণা হবে ২৭ আগস্ট বিকেল চারটায়। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল চারটা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল চারটায়। ওই দিন বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনের সংস্কারকাজ শুরু করেছে প্রশাসন। এ জন্য ভবনে থাকা সাবেক শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভবনের সংস্কারকাজ শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কারকাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা সরঞ্জামাদি আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ দিকে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক সোহেল আহমেদ জাকসু ভবনের সংস্কারকাজ পরিদর্শনে যান।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
সোহেল আহমেদ বলেন, জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হলো। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যেরা তাঁদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন।
গত ১৮ আগস্ট জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। যা শেষ হয়েছে আজ বেলা দুটায়। বিকেল চারটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট এবং আপিলের শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত। আর আপিলের রায় ঘোষণা হবে ২৭ আগস্ট বিকেল চারটায়। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল চারটা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল চারটায়। ওই দিন বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
তিনদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে শুক্রবার (২২ আগস্ট) দেশটির উদ্দেশে রওনা হবেন তিনি।
৩৯ মিনিট আগেগণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সফল রূপান্তরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের কথাও জানান তিনি।
৪৩ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে ছাত্রশিবির ছাড়াও কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা রয়েছেন।
১ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদের খসড়ার ওপর মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে সংলাপের অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার (২১ আগস্ট) জামায়াতে ইসলামীসহ খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং বাসদ-মার্কসবাদী তাদের মতামত জমা দিয়েছে। এর আগে গতকাল বিএনপি, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস,
১ ঘণ্টা আগে