leadT1ad

আট মাস পর সোনামসজিদ বন্দর দিয়ে এল ভারতীয় পেঁয়াজ

ইউএনবি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৪: ২৫
আট মাস পর সোনামসজিদ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু। ইউএনবির ছবি

আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পেঁয়াজের প্রথম চালান এসেছে। খবর ইউএনবির।

ভারত থেকে চারটি ট্রাকে মোট ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর ফের আমদানি শুরু হলো।

ব্যবসায়ীদের আশা, নতুন চালান বাজারে এলে পেঁয়াজের দাম কিছুটা কমবে।

এর আগে গত ১২ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার পেঁয়াজ আমদানির কথা চিন্তা করছে।

দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না—এমন প্রশ্নে সে সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’

আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছিলেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

Ad 300x250

সম্পর্কিত