ইউএনবি
আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পেঁয়াজের প্রথম চালান এসেছে। খবর ইউএনবির।
ভারত থেকে চারটি ট্রাকে মোট ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর ফের আমদানি শুরু হলো।
ব্যবসায়ীদের আশা, নতুন চালান বাজারে এলে পেঁয়াজের দাম কিছুটা কমবে।
এর আগে গত ১২ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার পেঁয়াজ আমদানির কথা চিন্তা করছে।
দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না—এমন প্রশ্নে সে সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’
আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছিলেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।
আট মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পেঁয়াজের প্রথম চালান এসেছে। খবর ইউএনবির।
ভারত থেকে চারটি ট্রাকে মোট ১০০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। দীর্ঘ বিরতির পর ফের আমদানি শুরু হলো।
ব্যবসায়ীদের আশা, নতুন চালান বাজারে এলে পেঁয়াজের দাম কিছুটা কমবে।
এর আগে গত ১২ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকার পেঁয়াজ আমদানির কথা চিন্তা করছে।
দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না—এমন প্রশ্নে সে সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেই ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি—স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে।’
আমদানির ক্ষেত্রে কেবল ভারতকেই প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছিলেন শেখ বশিরউদ্দীন। বরং যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে একদল সেনা সদস্য। ওই দিন সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।
৯ মিনিট আগেঅনেক ঘরবাড়ি প্লাবিত না হলেও সবাই পানিবন্দি রয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। গোখাদ্যে দেখা দিয়েছে চরম সঙ্কট।
১৭ মিনিট আগেরাজধানীর বাজারে গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে এখন ১৫০। ডিমের পাশাপাশি চাল, সবজি, পেঁয়াজ, আদা, এলাচ ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। মাছের বাজারেও নেই স্বস্তি। এসব পণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
৩৮ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকলবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।’
১ ঘণ্টা আগে