leadT1ad

নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদকসুনামগঞ্জ
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৫: ১৬
মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা। স্ট্রিম ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকলবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।’

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘড় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালিদ হোসেন বলেন, ‘ইতিমধ্যে সরকার নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। সেই সাথে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে—সেই প্রস্তুতি সরকারের আছে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাব।’

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত