leadT1ad

আজ শেখ মুজিবের ৫০তম মৃত্যুদিন

স্ট্রিম প্রতিবেদকঢাকা
শেখ মুজিবুর রহমান

আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য শেখ মুজিবকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে।

শেখ মুজিব ছাড়াও সেদিন রাতে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরকে হত্যা করা হয়।

ওই সময় শেখ মুজিবের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান।

একই বছরের জানুয়ারিতে শেখ মুজিব সব রাজনৈতিক দল বিলুপ্ত করে কেবল একটি রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন। যা মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

১৫ আগস্টের সেই হত্যাকাণ্ডের ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের গত প্রায় সাড়ে ১৫ বছরের শাসনকালে ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত দলটি। টুঙ্গিপাড়ায় তাঁর কবরে শ্রদ্ধা জানানোসহ থাকত নানা আয়োজন ।

গত বছর দেশব্যাপী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও দেশ ছাড়েন।

গণ-অভ্যুত্থানের দিন ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফেব্রুয়ারি মাসে হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।

গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

Ad 300x250

সম্পর্কিত