leadT1ad

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি অভিবাসী পুলিশসহ চারজন নিহত

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০: ৩৫
পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। ছবি: এক্স থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্য রয়েছেন। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মেয়র এরিক অ্যাডামস বলেন, ৩৬ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি সাড়ে তিন বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনে এ হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তাঁর নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।

তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

এদিকে নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। তাঁর স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

Ad 300x250

সম্পর্কিত