স্ট্রিম ডেস্ক
কম্বোডিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনো আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, মাত্র কয়েক ঘণ্টা আগে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কম্বোডিয়া। সীমান্ত বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের চুক্তি সত্ত্বেও এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
থাই সেনারা ‘আত্মরক্ষার স্বার্থে’ পাল্টা জবাবও দিয়েছে বলে জানিয়েছেন উইনথাই সুভারি।
তবে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরকে গুরুত্ব না দিয়ে বলেন, তিনি কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনো উত্তেজনা বাড়েনি, এখন সব শান্ত আছে।
আজ সকালে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) সীমান্ত চলমান সংঘর্ষের পর নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া। সংঘর্ষের পাঁচদিন পর অবশেষে সমাধানে আসে প্রতিবেশী দেশ দুটি। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সোমবার মালয়েশিয়ার সময় দিবাগত রাত ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রতিবেশী দেশ দুটির ছয়টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত ৩৮ জন নিহত ও ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
কম্বোডিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনো আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, মাত্র কয়েক ঘণ্টা আগে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কম্বোডিয়া। সীমান্ত বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের চুক্তি সত্ত্বেও এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
থাই সেনারা ‘আত্মরক্ষার স্বার্থে’ পাল্টা জবাবও দিয়েছে বলে জানিয়েছেন উইনথাই সুভারি।
তবে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরকে গুরুত্ব না দিয়ে বলেন, তিনি কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনো উত্তেজনা বাড়েনি, এখন সব শান্ত আছে।
আজ সকালে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।
গতকাল সোমবার (২৮ জুলাই) সীমান্ত চলমান সংঘর্ষের পর নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া। সংঘর্ষের পাঁচদিন পর অবশেষে সমাধানে আসে প্রতিবেশী দেশ দুটি। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সোমবার মালয়েশিয়ার সময় দিবাগত রাত ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রতিবেশী দেশ দুটির ছয়টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত ৩৮ জন নিহত ও ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৮ ঘণ্টা আগেব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৬ ঘণ্টা আগেপ্রতিবেদনের নির্বাহী সার সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
১ দিন আগে