স্ট্রিম ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার (২ জুলাই) তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে সম্মত হয়েছে। তবে শর্তগুলোর বিস্তারিত তিনি খোলাসা করেননি।
ট্রাম্প আরও লেখেন, ‘আমি আশা করি হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু তারা পাবে না’। তা না হলে পরিস্থিতি এর চেয়ে আরও খারাপ হবে বলেও অভিমত তাঁর।
এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন গাজায় সহিংসতা চরমে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৮ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের সামনে খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হন। এই ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনসহ অন্তত ১৭০টি দাতব্য সংস্থা জিএইচএফকে বন্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী প্রায়ই ত্রাণ নেওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে।
ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, জিএইচএফ গঠনের উদ্দেশ্য হলো হামাসের হস্তক্ষেপ এড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
এ দিকে ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানি-সংকটে বিপর্যস্ত গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ালাইসিসনির্ভর রোগীসহ শত শত রোগী ‘মৃত্যুর মুখোমুখি’। বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালটির লাইফ সাপোর্ট ব্যবস্থা ও চিকিৎসা সরঞ্জাম অচল পড়ে রয়েছে।
গাজায় ইসরায়েলের দেড় বছরের বেশি সময়ের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।
এ দিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতির জন্য ‘পুরোপুরি প্রস্তুত’। তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কি না তা এখনো স্পষ্ট নয়।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করছে। বলা হচ্ছে, গাজার ৮০ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং অঞ্চলটির অবকাঠামোর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার (২ জুলাই) তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানিয়েছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে সম্মত হয়েছে। তবে শর্তগুলোর বিস্তারিত তিনি খোলাসা করেননি।
ট্রাম্প আরও লেখেন, ‘আমি আশা করি হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো কিছু তারা পাবে না’। তা না হলে পরিস্থিতি এর চেয়ে আরও খারাপ হবে বলেও অভিমত তাঁর।
এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন গাজায় সহিংসতা চরমে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৮ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের সামনে খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হন। এই ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনসহ অন্তত ১৭০টি দাতব্য সংস্থা জিএইচএফকে বন্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী প্রায়ই ত্রাণ নেওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে।
ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, জিএইচএফ গঠনের উদ্দেশ্য হলো হামাসের হস্তক্ষেপ এড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
এ দিকে ইসরায়েলের অবরোধের কারণে জ্বালানি-সংকটে বিপর্যস্ত গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ালাইসিসনির্ভর রোগীসহ শত শত রোগী ‘মৃত্যুর মুখোমুখি’। বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালটির লাইফ সাপোর্ট ব্যবস্থা ও চিকিৎসা সরঞ্জাম অচল পড়ে রয়েছে।
গাজায় ইসরায়েলের দেড় বছরের বেশি সময়ের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।
এ দিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতির জন্য ‘পুরোপুরি প্রস্তুত’। তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কি না তা এখনো স্পষ্ট নয়।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করছে। বলা হচ্ছে, গাজার ৮০ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং অঞ্চলটির অবকাঠামোর অধিকাংশ ধ্বংস হয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে।
প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৯ ঘণ্টা আগেব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৬ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৭ ঘণ্টা আগেপ্রতিবেদনের নির্বাহী সার সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
২ দিন আগে