leadT1ad

তৈরি পোশাক রপ্তানি আয় ১১.৯২ শতাংশ কমেছে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২০: ১৮
২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি আয় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে। ছবি: স্ট্রিম গ্রাফিক

২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি আয় তৃতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ‘কোয়ার্টারলি রিভিউ অব রেডিমেড গার্মেন্টস: এপ্রিল-জুন অর্থবছর ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চতুর্থ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে, তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৯ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। যা তৃতীয় প্রান্তিকের ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কম।

তবে চতুর্থ প্রান্তিকে আয় আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ বেশি। গত কয়েক মাস ধরে বহির্বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক বাধা রপ্তানিকে প্রভাবিত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক খাতে প্রকৃত রপ্তানি আয় ছিল ৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৫৬ দশমিক ৭৮ শতাংশ।

চলতি বছরের এপ্রিল থেকে জুনে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা ও বেলজিয়াম।

এই ৯টি দেশে রপ্তানি থেকে আয় হয়েছে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এ সময়ের মোট রপ্তানি আয়ের ৭১ দশমিক ৮৯ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এই অর্থবছরে দেশের জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ছিল ৮ দশমিক ৫২ শতাংশ।

Ad 300x250

সম্পর্কিত