স্ট্রিম ডেস্ক
গত বছরের জুনের তুলনায় এ বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি কমেছে তিন দশমিক শূন্য তিন শতাংশ। ২০২৪ সালের জুনে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূলস্ফীতি ছিল ১০ দশমিক চার দুই শতাংশ। এ বছরের জুনে তা কমে হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।’ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলেও এ পোস্টে উল্লেখ করেন তিনি।
বিবিএসের প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় ২০২২ সাল থেকে প্রতি মাসের মে ও জুন মাসের তুলনায় চলতি বছরের মে ও জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে কম।
শুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, কমেছে সাধারণ মূল্যস্ফীতিও। গত বছরের জুন মাসে সাধারণ মুল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, চলতি বছরের জুনে সেটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।
তবে গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’
গত বছরের জুনের তুলনায় এ বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি কমেছে তিন দশমিক শূন্য তিন শতাংশ। ২০২৪ সালের জুনে পয়েন্ট টু পয়েন্ট খাদ্য মূলস্ফীতি ছিল ১০ দশমিক চার দুই শতাংশ। এ বছরের জুনে তা কমে হয়েছে সাত দশমিক তিন নয় শতাংশ।
সোমবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।’ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলেও এ পোস্টে উল্লেখ করেন তিনি।
বিবিএসের প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় ২০২২ সাল থেকে প্রতি মাসের মে ও জুন মাসের তুলনায় চলতি বছরের মে ও জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে কম।
শুধু খাদ্য মূল্যস্ফীতি নয়, কমেছে সাধারণ মূল্যস্ফীতিও। গত বছরের জুন মাসে সাধারণ মুল্যস্ফীতি যেখানে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ, চলতি বছরের জুনে সেটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।
তবে গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, ‘খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।’
বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের পড়তে শুরু করেছে চীনের তৈরি পোশাক রপ্তানিতে। গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পোশাক রপ্তানি ১১১ কোটি ডলার কমেছে।
২ দিন আগেবাংলাদেশ ব্যাংক মাত্র ২৬ দিনের ব্যবধানে চার দফায় বাজার থেকে ৫৩৯ মিলিয়ন ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়লেও বিনিয়োগ স্থবিরতার কারণে ডলারের চাহিদা কমেছে।
৮ দিন আগেতবে চতুর্থ প্রান্তিকে আয় আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ বেশি।
৯ দিন আগে