আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উদ্যাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী র্যালি উদ্বোধনের পর নানা সাজে সেজেছেন ভক্তরা।
আশরাফুল আলম
৫ আগস্ট ২০২৪। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় হয়। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে এবং নানা শ্লোগানের মাধ্যমে উল্লাস প্রকাশ করে। এ সময় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে এবং উল্লাসে মেতে ওঠে।
১১ দিন আগেমানুষের ভোট দিতে না পারা, কথা বলতে না পারা, নিপীড়িত হওয়া—সব মিলিয়ে দীর্ঘ দিন ধরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার যেভাবে স্বৈরতান্ত্রিক বলয় তৈরি করে সবাইকে অপমানে অপমানে পিষ্ট করেছিল, ছাত্র-জনতার এ স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল তার বিরুদ্ধে নীরব কিন্তু তীব্র জবাব।
১২ দিন আগেআজ বিশ্ব বাঘ দিবস। সুন্দরবন বর্তমানে বাংলাদেশের বাঘের শেষ আশ্রয়স্থল। হরিণ বাঘের প্রধান খাদ্য। বাঘবিষয়ক গবেষকেরা বলেন, বাঘ শিকারের চেয়ে হরিণ শিকার বাঘের টিকে থাকার জন্য বিপজ্জনক। কারণ, পর্যাপ্ত খাবার না পেলে বাঘ দুর্বল হয়ে রোগ প্রতিরোধক্ষমতা হারাবে এবং বাঘ-মানুষের সংঘাত বাড়বে।
১৯ দিন আগে২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনা সদলবলে ভারতে পালিয়ে যান। জুলাই অভ্যুত্থানের ১ বছর উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারে ফুটিয়ে তোলা হয়েছে আওয়ামী দুঃশাসনের চিত্র। ছবিগুলো রোববার তোলা।
১৭ জুলাই ২০২৫