নেতাকর্মীদের অভিযোগ: হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক, পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল
স্ট্রিম প্রতিবেদক
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশস্থলে হঠাৎ হামলার আশঙ্কায় এনসিপির নেতা-কর্মীরা বিকল্প পথ দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশ-সেনা সদস্যদের উপস্থিতি এবং কড়া নজরদারির মধ্যেও হামলাকারীরা একপর্যায়ে মঞ্চে ভাঙচুর চালান, চেয়ার ও ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানান এনসিপির নেতারা।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। হঠাৎ ২০০-৩০০ লাঠিসোঁটা হাতে লোক এসে হামলার চেষ্টা করে। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। আমরা বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, পরিস্থিতি ভালো না, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল। পরে নিজেরাই সমাবেশস্থল ছাড়তে বাধ্য হই।’
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা পৌনে দুইটার দিকে একটি দল লাঠিসোঁটা নিয়ে পৌর পার্কের সমাবেশস্থলে যায়। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত পাশের আদালত চত্বরে সরে যান। এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় হামলাকারীরা মঞ্চে উঠে চেয়ার ও ব্যানার ভাঙচুর করে।
পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর নেতৃত্বে পুলিশ ও এনসিপির কর্মীরা একযোগে হামলাকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এনসিপি আবার সমাবেশ শুরু করে।
এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশস্থলে হঠাৎ হামলার আশঙ্কায় এনসিপির নেতা-কর্মীরা বিকল্প পথ দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পুলিশ-সেনা সদস্যদের উপস্থিতি এবং কড়া নজরদারির মধ্যেও হামলাকারীরা একপর্যায়ে মঞ্চে ভাঙচুর চালান, চেয়ার ও ব্যানার ছিঁড়ে ফেলেন বলে জানান এনসিপির নেতারা।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। হঠাৎ ২০০-৩০০ লাঠিসোঁটা হাতে লোক এসে হামলার চেষ্টা করে। তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। আমরা বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, পরিস্থিতি ভালো না, কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল। পরে নিজেরাই সমাবেশস্থল ছাড়তে বাধ্য হই।’
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা পৌনে দুইটার দিকে একটি দল লাঠিসোঁটা নিয়ে পৌর পার্কের সমাবেশস্থলে যায়। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত পাশের আদালত চত্বরে সরে যান। এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় হামলাকারীরা মঞ্চে উঠে চেয়ার ও ব্যানার ভাঙচুর করে।
পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর নেতৃত্বে পুলিশ ও এনসিপির কর্মীরা একযোগে হামলাকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এনসিপি আবার সমাবেশ শুরু করে।
এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো জেলায় ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ তৈরি হয়েছিল রণক্ষেত্রে। শহরের প্রতিটি রাস্তায় রয়ে গেছে তার চিহ্ন। ভেঙে ফেলা তোরণ গেট, ব্যানার, ফেস্টুন, ইট পাটকেলসহ ধ্বংসস্তূপ পরিষ্কার করেছে গোপালগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
১৭ জুলাই ২০২৫এমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।
১৫ জুলাই ২০২৫প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকারের (যেহেতু ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হবে) সমন্বয়ে কমিটি গঠিত হবে। এই কমিটির সভাপতি হবেন রাষ্ট্রপতি, তবে তিনি ভোট দিতে পারবেন না। এভাবে গঠিত কমিটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে
১৪ জুলাই ২০২৫গত ১০ দিনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য হ্রাস পেয়েছে। গতকাল রোববার (১৩ জুলাই) বেশিরভাগ ব্যাংক ডলার বিনিময় করেছে প্রতি ডলার ১২০ দশমিক ৩০ টাকা থেকে ১২১ দশমিক ২০ টাকায়, যেখানে গত সপ্তাহের শুরুতে ডলারের দর ছিল ১২২ দশমিক ৮০ টাকা থেকে ১২২ দশমিক ৯০ টাকা।
১৪ জুলাই ২০২৫