leadT1ad

সমাজ যেখানে ছিল, সেখানেই আছে: মনোরঞ্জন ব্যাপারী

স্ট্রিম মাল্টিমিডিয়া

পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে সাতচল্লিশ সালে শরণার্থীদের সঙ্গে যা ঘটেছিল: যখন দণ্ডকারণ্যে রিফিউজিরা চলে যাবার আগে কমিউনিষ্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক এর নেতারা রিফিউজিদের বাংলাতে থেকে যেতে বলেন। আন্ডামান যাবার বেলায়ও বাংলাতে পুনর্বাসনের জন্য আন্দোলন করেন। তাঁরা চেয়েছিলেন তাদেরকে বাংলাতে পুনর্বাসন করবেন। কিন্তু তা করা সম্ভব হয়নি। তখন বামপন্থী নেতারা রিফিউজিদের সাথে যোগাযোগ রাখেন এবং ক্ষমতায় আসলে ফিরিয়ে আনার আশ্বাস দেন। যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর রাম চ্যাটার্জী তাদেরকে ফিরিয়ে আনার প্রস্তাব করেন। কিন্তু ফিরে আসার কিছুদিন পর চলে দমন নিপীড়ন।

Ad 300x250

সম্পর্কিত