leadT1ad

উত্তরায় বিমান বিধ্বস্ত /নিখোঁজ বাচ্চাদের খুঁজছে অভিভাবকেরা, পাচ্ছে না কোথাও সদুত্তর

স্ট্রিম মাল্টিমিডিয়াঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

মাইলস্টোন কলেজের তৃতীয় শ্রেণির নিখোঁজ শিক্ষার্থী রাইসা মনিকে খুঁজছেন তার মামা মো. সাগর হোসেন।

সাগর হোসেন স্ট্রিমকে বলেন, 'বিমান বিধ্বংস হওয়ার পর এ জায়গা (ঘটনাস্থল) থেকে শুরু করে, যে কয়টা হাসপাতালে এখান থেকে (আহতরা) গেছে, সব হাসপাতালে খুঁজছি। কোথাও তার কোনো সন্ধান পাচ্ছি না।'

সাগর বলেন, 'আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। কিন্তু আমরা এখনো তার কোনো তথ্যই পাইনি।'

সাগর জানান, তিনি জাতীয় বার্ন ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঘুরে দেখেছেন, কিন্তু কোথাও তাঁর ভাগ্নীকে খুঁজে পাননি। রাইসা যে অবস্থায় থাকুক আর যেরকমই থাকুক তাঁরা রাইসার সন্ধান চান।

Ad 300x250

সম্পর্কিত