leadT1ad

গণ-অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

স্ট্রিম প্রতিবেদকঢাকা
স্ট্রিম গ্রাফিক

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ নেতাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এই পাঁচ নেতা হলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আজ বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশে তাঁদের আগামী ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

৫ নেতাকে দেওয়া ভিন্ন ভিন্ন নোটিশে বলা হয়, ‘গতকাল ৫ আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর নিকট পূর্বে অবগত করা হয়নি।’

আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার যান এনসিপির শীর্ষ এই নেতারা।

Ad 300x250

সম্পর্কিত