leadT1ad

জাফলংয়ে লুট হওয়া সাড়ে ৩ হাজার ঘনফুট পাথর উদ্ধার

স্ট্রিম প্রতিবেদকসিলেট
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯: ৩৭
জাফলংয়ের জিরো পয়েন্টে নৌকা দিয়ে পাথর ফেলা হচ্ছে। স্ট্রিম ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে গতকাল বৃহস্পতিকার (১৪ আগস্ট) বিকেল ৬টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পরে জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।

গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে বৃষ্টির মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবির টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে, আমরা সেখান থেকে খুঁজে বের করে প্রায় সাড়ে ৩ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। আরও যেখানে এসব পাথর পাওয়া যাবে, আমরা তা উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ করে যাব।’

চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত