ঢাকার প্রথম স্কুল
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ১৯০তম বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবটি হয়ে উঠেছে আবেগে পরিপূর্ণ।
জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানিকতা শুরুর আগে উত্তরা মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উৎসবটি আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে প্রাক্তন ছাত্রদের আগমনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা টি-শার্ট পরে ইতিহাসের গর্বিত প্রতিনিধিত্ব করেন।
ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইংরেজি-মাধ্যম স্কুল হিসেবে ঢাকা কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়ার মতো অনন্য ঘটনা এই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের গর্বিত করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও খ্যাতনামা পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
১৯০ বছর ধরে ঐতিহ্য ধরে রাখা ঢাকা কলেজিয়েট স্কুলের নতুন ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টা কাছে মডেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা হিসেবে তাঁর কাজের সময় শেষের দিকে। তবুও নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে। এ ছাড়া কলেজিয়েট স্কুলের পুরোনো স্থাপনা ভাঙায় দুঃখপ্রকাশ করেন অর্থ উপদেষ্টা। স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত বলে মনে করেন তিনি।
ঐতিহ্যবাহী স্কুলটি নিয়ে আলোচনায় অংশ নেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফেরদৌস আহমেদ রিয়াদ, প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ খান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে ১৯০তম বর্ষের উৎসব উপলক্ষে একটি কেক কাটা হয় এবং স্কুলকেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় দুপুর ১২টায়।
দ্বিতীয় পর্বে দুপুরে মধ্যাহ্নভোজের পর বেলা ৩টা থেকে শুরু হয় প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা পর্ব, যেখানে শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন একাধিক গুণী ব্যক্তিত্ব। বিকাল চারটা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাত আটটায় সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের ১৯০তম বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠান।
ঢাকা কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ১৯০তম বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব। ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবটি হয়ে উঠেছে আবেগে পরিপূর্ণ।
জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানিকতা শুরুর আগে উত্তরা মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উৎসবটি আয়োজন করে ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল ৯টা থেকে প্রাক্তন ছাত্রদের আগমনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা টি-শার্ট পরে ইতিহাসের গর্বিত প্রতিনিধিত্ব করেন।
ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইংরেজি-মাধ্যম স্কুল হিসেবে ঢাকা কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়ার মতো অনন্য ঘটনা এই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের গর্বিত করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও খ্যাতনামা পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
১৯০ বছর ধরে ঐতিহ্য ধরে রাখা ঢাকা কলেজিয়েট স্কুলের নতুন ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টা কাছে মডেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা হিসেবে তাঁর কাজের সময় শেষের দিকে। তবুও নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে। এ ছাড়া কলেজিয়েট স্কুলের পুরোনো স্থাপনা ভাঙায় দুঃখপ্রকাশ করেন অর্থ উপদেষ্টা। স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত বলে মনে করেন তিনি।
ঐতিহ্যবাহী স্কুলটি নিয়ে আলোচনায় অংশ নেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফেরদৌস আহমেদ রিয়াদ, প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ খান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে ১৯০তম বর্ষের উৎসব উপলক্ষে একটি কেক কাটা হয় এবং স্কুলকেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় দুপুর ১২টায়।
দ্বিতীয় পর্বে দুপুরে মধ্যাহ্নভোজের পর বেলা ৩টা থেকে শুরু হয় প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা পর্ব, যেখানে শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন একাধিক গুণী ব্যক্তিত্ব। বিকাল চারটা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাত আটটায় সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানের ১৯০তম বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠান।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৪ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৫ ঘণ্টা আগে