leadT1ad

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্ত /চিকিৎসার কোনো ঘাটতি থাকবে না

স্ট্রিম প্রতিবেদকঢাকা
আসিফ নজরুল। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

আসিফ নজরুল বলেন, ‘আজ আমাদের জাতির জীবনে বিরাট এক ট্র্যাজিক দিন। আজকের মতো শোকাবহ ঘটনা আমাদের ঘটেছে কি না, আমাদের জানা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তারসমাজ—সবাই শোকাহত। আমাদের ছয়জন উপদেষ্টা এখানে এসেছেন।’

আহতদের চিকিৎসা বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হাসপাতাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। প্রয়োজন হলে যারা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।’

আগামীকাল জাতীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আজ আমরা যা হারিয়েছি, সেটার শোক পূরণ করার মতো না। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’

এই ঘটনা তদন্ত হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই বিয়োগান্তক, মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Ad 300x250

সম্পর্কিত