আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসিফ নজরুল
স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
আসিফ নজরুল বলেন, ‘আজ আমাদের জাতির জীবনে বিরাট এক ট্র্যাজিক দিন। আজকের মতো শোকাবহ ঘটনা আমাদের ঘটেছে কি না, আমাদের জানা নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তারসমাজ—সবাই শোকাহত। আমাদের ছয়জন উপদেষ্টা এখানে এসেছেন।’
আহতদের চিকিৎসা বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হাসপাতাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। প্রয়োজন হলে যারা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।’
আগামীকাল জাতীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আজ আমরা যা হারিয়েছি, সেটার শোক পূরণ করার মতো না। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’
এই ঘটনা তদন্ত হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই বিয়োগান্তক, মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
আসিফ নজরুল বলেন, ‘আজ আমাদের জাতির জীবনে বিরাট এক ট্র্যাজিক দিন। আজকের মতো শোকাবহ ঘটনা আমাদের ঘটেছে কি না, আমাদের জানা নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তারসমাজ—সবাই শোকাহত। আমাদের ছয়জন উপদেষ্টা এখানে এসেছেন।’
আহতদের চিকিৎসা বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হাসপাতাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার, সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরপরও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনাবেন। প্রয়োজন হলে যারা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।’
আগামীকাল জাতীয়ভাবে শোক পালনের ঘোষণা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আজ আমরা যা হারিয়েছি, সেটার শোক পূরণ করার মতো না। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’
এই ঘটনা তদন্ত হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই বিয়োগান্তক, মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল, সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৫ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৫ ঘণ্টা আগে