leadT1ad

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত শমী কায়সার

স্ট্রিম সংবাদদাতাগাজীপুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৪: ২০
শমী কায়সার। সংগৃহীত ছবি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। উচ্চ আদালত থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।

কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উত্তরা পূর্ব থানার মামলায় শমী কায়সারকে জামিন দেন আদালত। পরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়।

ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন। গত বছরের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শমী কায়সারকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Ad 300x250

সম্পর্কিত