leadT1ad

নির্বাচনের প্রস্তুতি

সেপ্টেম্বর থেকে শুরু হবে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ: প্রেস সচিব

বাসসঢাকা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ছবি: পিআইডি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে দেড় লাখ পুলিশ সদস্যকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।’

প্রেস সচিব আরও জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়কে জোরদার করা হবে। নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে।

Ad 300x250

সম্পর্কিত