leadT1ad

খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২১: ০৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি নেত্রীর বাসভবনে পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি ফুলের তোড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছে দেওয়া হয়।

বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলের তোড়া নিয়ে ‘ফিরোজা’য় আসেন। তাঁরা তোড়াটি খালেদা জিয়ার একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তারের হাতে তুলে দেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে চীনা দূতাবাসের পক্ষ থেকেও খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠানো হয়।

বিএনপির প্রেস উইং জানায়, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। আজ তিনি ৮১ বছরে পা দিলেন।

Ad 300x250

সম্পর্কিত