leadT1ad

এবার মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ, স্থায়ী ক্যাম্পাসের দাবি

এক শিক্ষার্থী বলেন, ‘আজ যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকত, তাহলে আমাদের হয়তো মহাসড়কে ওরিয়েন্টেশন হতো না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে নিজেকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

স্ট্রিম সংবাদদাতাসিরাজগঞ্জ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৫: ১৭
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। স্ট্রিম ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) স্থায়ী ক্যাম্পাস না থাকা ও অডিটোরিয়ামের আসন সীমিত হওয়ায় প্রতিবাদ স্বরূপ মহাসড়কে নবীনবরণ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে চলমান পাঁচটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ঢাকা-পাবনা মহাসড়কে হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকেই অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়কে এই অনুষ্ঠান করেন তাঁরা। এর আগে একই দাবিতে রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ কিলোমিটার দূরে এসে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শুরুতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল। তবে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও অডিটোরিয়ামের আসন সংখ্যা খুবই সীমিত হওয়ার প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়কে নবীনবরণের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা। এতে সংহতি জানান শিক্ষকেরা।

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। স্ট্রিম ছবি
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। স্ট্রিম ছবি

রবিবার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে সকাল ১০টায় ওরিয়েন্টেশন ক্লাস শুরু করেন শিক্ষকেরা। এ সময় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান।

ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

নতুন ভর্তি হওয়া এক শিক্ষার্থী বলেন, ‘সত্যিই নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আনন্দের, এই অভিজ্ঞতা বিষাদের। আজ যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকত, তাহলে আমাদের হয়তো মহাসড়কে ওরিয়েন্টেশন হতো না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই স্থায়ী ক্যাম্পাসের আন্দোলনে নিজেকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি বর্তমান সরকার দ্রুত আমাদের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবি মেনে নিবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) দ্রুত অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা আমাদের কাছে আবেদন করে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সড়কে নিতে হবে। আমাদের অডিটোরিয়ামটি এত ছোট যে, মাত্র ৬০ জন একসঙ্গে বসতে পারে। আর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ফলে আমাদের রাস্তাতেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হচ্ছে।’

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। স্ট্রিম ছবি
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ। স্ট্রিম ছবি

প্রক্টর বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ডিপিপি হুবহু ও দ্রুত অনুমোদনের জন্য সরকারের সুনজর কামনা করছি। এতে শিক্ষার্থীদের জীবন আরও প্রাণবন্ত ও সহজ হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ৯ বছরেও ভাড়া করা ভবনে পাঠকার্যক্রম চলছে। এখনো শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম চালানো হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের পাঁচ ডিপিপি অনুমোদন না পাওয়ায় দীর্ঘদিন ধরে নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারের কাছে দাবি ও ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। চলতি বছরের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেন তাঁরা।

Ad 300x250

সম্পর্কিত