বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ‘আমাদের অডিটোরিয়ামটি এত ছোট যে, মাত্র ৬০ জন একসঙ্গে বসতে পারে। আর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ফলে আমাদের রাস্তাতেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হচ্ছে।’
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এর আগে সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটার) বেঁধে দেন তাঁরা।