leadT1ad

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, ভোটকেন্দ্র হলের বাইরে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী ডাকসুর গুরুত্বপূর্ণ দিনক্ষণগুলো নিচে দেওয়া হলো—

ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনক্ষণ
ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনক্ষণ

ভোটকেন্দ্র হবে হলের বাইরে

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র হলের বাইরে স্থাপিত হবে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা জানান, ডাকসুর জানা ইতিহাসে আগে কখনো এমনটি হয়নি। তিনি আরও বলেন, আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষের সকলে যাতে আরো সহজভাবে, নির্বিঘ্নে এবং কোনো সংশয় ছাড়া ভোটদান করতে পারেন, এজন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি।

বিভিন্ন হলের শিক্ষার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন

এবার ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য ছয়টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

ডাকসুর ভোটগ্রহণ হবে হলের বাইরে
ডাকসুর ভোটগ্রহণ হবে হলের বাইরে

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ গঠনতন্ত্র অনুযায়ী নিম্নলিখিত ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে—সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও চারটি সদস্য পদ।

Ad 300x250

সম্পর্কিত