leadT1ad

আজ খুলছে মাইলস্টোন কলেজ

নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ থেকে ক্যাম্পাস সীমিতভাবে খোলা থাকবে। একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০: ২২
আজ থেকে খুলছে মাইলস্টোন কলেজ। সংগৃহীত ছবি

কলেজ ভবনে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান কার্যক্রম আজ থাকছে না। নিহতদের স্মরণে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে স্মরণসভা। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

মাইলস্টোন সূত্রে জানা গেছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রোববার থেকে ক্যাম্পাস সীমিতভাবে খোলা থাকবে। এদিন একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করছে কলেজ কর্তৃপক্ষ।

এছাড়া শুরুর দিকে সব ক্লাস না হলেও এক বা দুটি ক্লাস নেওয়া হতে পারে। শিক্ষকদের নেতৃত্বে ইতিমধ্যে কাউন্সেলিং কার্যক্রম শুরু হয়েছে। এ কাউন্সেলিং শিক্ষার্থীদের ট্রমা কাটাতে সহায়তা করবে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পাসে, যেখানে মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রথমে ২০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু। পরে মৃতের সংখ্যা আরও বাড়ে। এ মর্মান্তিক দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

Ad 300x250

সম্পর্কিত