leadT1ad

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ

এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত

স্ট্রিম সংবাদদাতালালমনিরহাট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০: ২৭
লালমনিরহাট-বুড়িমারী রুটে এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি

লালমনিরহাট রেলওয়ে স্টেশন ইয়ার্ডের পাশে কমিউটার ট্রেনের ধাক্কায় আন্তনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ সোমবার বেলা দুইটার দিকে শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লালমনিরহাট-বুড়িমারী রুটে এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি
লালমনিরহাট-বুড়িমারী রুটে এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করেছে। তবে লাইনচ্যুত বগি সরাতে এবং লাইন মেরামত করতে সময় লাগবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছয় ঘণ্টা দেরিতে পৌঁছানো লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশন প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিডে নেওয়ার সময় বিপরীত দিক বুড়িমারী থেকে আসা কমিউটার ট্রেনটি সেটিকে মাঝখানে গিয়ে ধাক্কা দেয়। স্টেশনের কাছাকাছি থাকায় উভয় ট্রেনের গতি কম ছিল। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

লালমনিরহাট-বুড়িমারী রুটে এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি
লালমনিরহাট-বুড়িমারী রুটে এক ট্রেনের ধাক্কায় আরেক ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি

কমিউটার ট্রেনে থাকা যাত্রী নুর আলম বলেন, ‘ট্রেনটি স্টেশনের কাছে থাকায় গতি কম ছিল। হঠাৎ করে একটা বড়সড় ঝাঁকুনি অনুভব করি। কিছু বুঝে ওঠার আগেই দেখি ধাক্কা লেগেছে। তবে কেউ আহত হয়নি।’

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর গেট এলাকার মজিদুল ইসলাম বলেন, ‘এটা সিগন্যালের জটিলতা থেকেই ঘটেছে। এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও কিছু বগি সিগন্যালের একদিকে থাকলেও পেছনের বগিগুলো ছিল সিগন্যালের অন্য একটি লাইনে। একই সময়ে কমিউটার ট্রেনও সেই লাইনে ঢুকে পড়ায় সংঘর্ষ হয়।’

Ad 300x250

সম্পর্কিত