সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ-কে সাক্ষাৎকার
স্ট্রিম ডেস্ক
আবারও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচন হলে সেটা সঠিকভাবে হতে হবে। নইলে নির্বাচনের কোনো আনন্দ নেই। কেউ যদি ভুল বা বেআইনি কাজ করে, সেটাকে নির্বাচন বলা যাবে না।’
সাক্ষাৎকারে তিনি এও বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সমস্যায় ফিরে যেতে হবে।
গত এক বছরে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কতটা পূরণ হয়েছে— এমন প্রশ্নে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো একেবারে শতভাগ শেষ হওয়ার কথা নয়। তবে আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি চলে এসেছি। আমাদের ঠিক করা লক্ষ্যগুলোর একটি ছিল সংস্কার। অনেক কিছু সংস্কার করা দরকার ছিল। কারণ আমাদের যে রাজনৈতিক আর নির্বাচন ব্যবস্থা ছিল, সেগুলো যথার্থ ছিল না। এর অপব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে স্বৈরশাসক সরকার ক্ষমতায় এসেছিল।’
সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চীন-পাকিস্তানের সঙ্গে উন্নতি হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে এগুলো মাপা যায়—কোনটা কোন পর্যায়ের। তবে পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। ভারতের সঙ্গেও আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনো বলিনি যে ভালো সম্পর্ক রাখতে চাই না।’
আবারও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম সিএনএ-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্বাচন হলে সেটা সঠিকভাবে হতে হবে। নইলে নির্বাচনের কোনো আনন্দ নেই। কেউ যদি ভুল বা বেআইনি কাজ করে, সেটাকে নির্বাচন বলা যাবে না।’
সাক্ষাৎকারে তিনি এও বলেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সমস্যায় ফিরে যেতে হবে।
গত এক বছরে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য কতটা পূরণ হয়েছে— এমন প্রশ্নে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। এগুলো একেবারে শতভাগ শেষ হওয়ার কথা নয়। তবে আমরা লক্ষ্য পূরণের কাছাকাছি চলে এসেছি। আমাদের ঠিক করা লক্ষ্যগুলোর একটি ছিল সংস্কার। অনেক কিছু সংস্কার করা দরকার ছিল। কারণ আমাদের যে রাজনৈতিক আর নির্বাচন ব্যবস্থা ছিল, সেগুলো যথার্থ ছিল না। এর অপব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে স্বৈরশাসক সরকার ক্ষমতায় এসেছিল।’
সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চীন-পাকিস্তানের সঙ্গে উন্নতি হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে এগুলো মাপা যায়—কোনটা কোন পর্যায়ের। তবে পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। ভারতের সঙ্গেও আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনো বলিনি যে ভালো সম্পর্ক রাখতে চাই না।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে একদল সেনা সদস্য। ওই দিন সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন।
১০ মিনিট আগেঅনেক ঘরবাড়ি প্লাবিত না হলেও সবাই পানিবন্দি রয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে। গোখাদ্যে দেখা দিয়েছে চরম সঙ্কট।
১৯ মিনিট আগেরাজধানীর বাজারে গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে এখন ১৫০। ডিমের পাশাপাশি চাল, সবজি, পেঁয়াজ, আদা, এলাচ ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। মাছের বাজারেও নেই স্বস্তি। এসব পণ্যের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
৪০ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকলবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।’
১ ঘণ্টা আগে