leadT1ad

অসুস্থ হয়ে হাসপাতালে ফারুকী, এখন আশঙ্কামুক্ত

স্ট্রিম ডেস্কঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১: ২৪
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। খবর ইউএনবির।

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিশা জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি আরও ব‌লেন, ‘ফারুকী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত।’

স্বামীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিশা।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত