রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া। খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্যের ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে শনিবার (১৬ আগস্ট) খসড়াটি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়। খসড়ার শব্দ, বাক্য গঠন বা সংশ্লিষ্ট বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা ২০ আগস্ট বিকেল ৪ টার মধ্যে কমিশনের কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। জুলাই সনদ নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান। স্ট্রিমের সঙ্গে সাক্ষাৎকারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি স্ট্রিমকে বলেছেন, জুলাই সনদে কিন্তু শুধু ঐকমত্যের জায়গাই নেই, সঙ্গে নোট অব ডিসেন্টও আছে। আমরা সই করেছি ঐকমত্য এবং নোট অব ডিসেন্ট–দুটো বিষয় নিয়েই।
স্ট্রিম প্রতিবেদক
প্রশ্ন: জুলাই সনদ নিয়ে প্রতিক্রিয়া কী?
জোনায়েদ সাকি: অল্প সময় হলো সনদ হাতে পেয়েছি। এখনো ভালোভাবে পড়া হয়নি। তবে যতটুকু দেখেছি, সেখানে যেসব বিষয়ে ঐকমত্য আছে আর যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তি) আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে। কোথাও কোনো অসঙ্গতি আছে কি না, সেটাও যাচাই করা দরকার।
প্রশ্ন: পিআর পদ্ধতি নিয়ে আপনারা কী অবস্থান নিয়েছেন?
জোনায়েদ সাকি: এখানে নোট অব ডিসেন্ট আছে। আমরা উচ্চকক্ষের জন্য পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে। তবে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিকে উপযুক্ত মনে করেনা।
প্রশ্ন: সংরক্ষিত নারী আসন নিয়ে আপনারা কী চেয়েছিলেন? প্রত্যাশা কি পূরণ হলো?
জোনায়েদ সাকি: আমরা স্পষ্টভাবে সংরক্ষিত নারী আসন ১০০ করার এবং সরাসরি নির্বাচনের পক্ষে ছিলাম। এর জন্য আমরা দুটো ফর্মুলাও দিয়েছিলাম। প্রথম ফর্মুলা ছিল মোট আসন ৪০০ করা হবে। বিদ্যমান ৩০০ আসনে সাধারণ নির্বাচন হবে। একই সঙ্গে নতুন করে তৈরি হওয়া ১০০ সংরক্ষিত নারী আসনেও ভোট হবে। অর্থাৎ একই আসনে দুটো নির্বাচন, একটা সাধারণ (যেখানে নারী-পুরুষ উভয়েই দাঁড়াতে পারবেন), আরেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচন। দ্বিতীয় ফর্মুলা ছিল ঘূর্ণায়মান ব্যবস্থা। অর্থাৎ এক নির্বাচনে এক জায়গায় ১০০ সংরক্ষিত নারী আসন থাকবে। পরের নির্বাচনে অন্য জায়গায় সেই আসনগুলো থাকবে।
কিন্তু এ প্রস্তাবগুলোতে ঐকমত্য হয়নি। ফলে বিকল্প একটা জায়গা তৈরি হলো। সেখানে বলা হলো, বর্তমানে ৫০ আসন তো সংরক্ষিত আছেই, বাকি ৫০টা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে আনা হোক। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। শুরু হবে ৫ শতাংশ থেকে, প্রতি নির্বাচনে সেটা ৫ শতাংশ করে বাড়তে থাকবে, শেষ পর্যন্ত ৩৩ শতাং পর্যন্ত পৌঁছাবে। এটিই এখন সনদে জায়গা পেয়েছে।
প্রশ্ন: নির্বাহী বিভাগ নিয়ে আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো কি সনদে এসেছে?
জোনায়েদ সাকি: অধিকাংশ প্রস্তাবই সনদে এসেছে। আসলে বেশিরভাগ জায়গায় আমরা একমত হয়েছি। তবে স্বাভাবিকভাবেই অনেক দলের নোট অব ডিসেন্টও এসেছে। ঐকমত্য কমিশনে শুধু পূর্ণ ঐক্যমত নয়, নোট অব ডিসেন্ট রেখেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বিষয়ে দ্বিমত রয়ে গেছে, নির্বাচনে জয়ী হলে দলগুলো সেগুলো বাস্তবায়নের সুযোগ পাবে।
প্রশ্ন: তাহলে ন্যূনতম কোন কোন বিষয়ে ঐকমত্য হলে জুলাই সনদের ভিত্তি শক্ত হবে?
জোনায়েদ সাকি: জুলাই সনদে কিন্তু শুধু ঐকমত্যের জায়গাই নেই, সঙ্গে নোট অব ডিসেন্টও আছে। আমরা সই করেছি ঐকমত্য এবং নোট অব ডিসেন্ট–দুটো বিষয় নিয়েই। সুতরাং, যেখানে ঐকমত্য আছে, সেগুলো বাস্তবায়ন করবে সবাই। আর যেসব জায়গায় নোট অব ডিসেন্ট আছে, সেগুলো জনগণই মীমাংসা করবে।
প্রশ্ন: জুলাই সনদ নিয়ে প্রতিক্রিয়া কী?
জোনায়েদ সাকি: অল্প সময় হলো সনদ হাতে পেয়েছি। এখনো ভালোভাবে পড়া হয়নি। তবে যতটুকু দেখেছি, সেখানে যেসব বিষয়ে ঐকমত্য আছে আর যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তি) আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে। কোথাও কোনো অসঙ্গতি আছে কি না, সেটাও যাচাই করা দরকার।
প্রশ্ন: পিআর পদ্ধতি নিয়ে আপনারা কী অবস্থান নিয়েছেন?
জোনায়েদ সাকি: এখানে নোট অব ডিসেন্ট আছে। আমরা উচ্চকক্ষের জন্য পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে। তবে কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিকে উপযুক্ত মনে করেনা।
প্রশ্ন: সংরক্ষিত নারী আসন নিয়ে আপনারা কী চেয়েছিলেন? প্রত্যাশা কি পূরণ হলো?
জোনায়েদ সাকি: আমরা স্পষ্টভাবে সংরক্ষিত নারী আসন ১০০ করার এবং সরাসরি নির্বাচনের পক্ষে ছিলাম। এর জন্য আমরা দুটো ফর্মুলাও দিয়েছিলাম। প্রথম ফর্মুলা ছিল মোট আসন ৪০০ করা হবে। বিদ্যমান ৩০০ আসনে সাধারণ নির্বাচন হবে। একই সঙ্গে নতুন করে তৈরি হওয়া ১০০ সংরক্ষিত নারী আসনেও ভোট হবে। অর্থাৎ একই আসনে দুটো নির্বাচন, একটা সাধারণ (যেখানে নারী-পুরুষ উভয়েই দাঁড়াতে পারবেন), আরেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচন। দ্বিতীয় ফর্মুলা ছিল ঘূর্ণায়মান ব্যবস্থা। অর্থাৎ এক নির্বাচনে এক জায়গায় ১০০ সংরক্ষিত নারী আসন থাকবে। পরের নির্বাচনে অন্য জায়গায় সেই আসনগুলো থাকবে।
কিন্তু এ প্রস্তাবগুলোতে ঐকমত্য হয়নি। ফলে বিকল্প একটা জায়গা তৈরি হলো। সেখানে বলা হলো, বর্তমানে ৫০ আসন তো সংরক্ষিত আছেই, বাকি ৫০টা আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে আনা হোক। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। শুরু হবে ৫ শতাংশ থেকে, প্রতি নির্বাচনে সেটা ৫ শতাংশ করে বাড়তে থাকবে, শেষ পর্যন্ত ৩৩ শতাং পর্যন্ত পৌঁছাবে। এটিই এখন সনদে জায়গা পেয়েছে।
প্রশ্ন: নির্বাহী বিভাগ নিয়ে আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন, সেগুলো কি সনদে এসেছে?
জোনায়েদ সাকি: অধিকাংশ প্রস্তাবই সনদে এসেছে। আসলে বেশিরভাগ জায়গায় আমরা একমত হয়েছি। তবে স্বাভাবিকভাবেই অনেক দলের নোট অব ডিসেন্টও এসেছে। ঐকমত্য কমিশনে শুধু পূর্ণ ঐক্যমত নয়, নোট অব ডিসেন্ট রেখেও অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বিষয়ে দ্বিমত রয়ে গেছে, নির্বাচনে জয়ী হলে দলগুলো সেগুলো বাস্তবায়নের সুযোগ পাবে।
প্রশ্ন: তাহলে ন্যূনতম কোন কোন বিষয়ে ঐকমত্য হলে জুলাই সনদের ভিত্তি শক্ত হবে?
জোনায়েদ সাকি: জুলাই সনদে কিন্তু শুধু ঐকমত্যের জায়গাই নেই, সঙ্গে নোট অব ডিসেন্টও আছে। আমরা সই করেছি ঐকমত্য এবং নোট অব ডিসেন্ট–দুটো বিষয় নিয়েই। সুতরাং, যেখানে ঐকমত্য আছে, সেগুলো বাস্তবায়ন করবে সবাই। আর যেসব জায়গায় নোট অব ডিসেন্ট আছে, সেগুলো জনগণই মীমাংসা করবে।
দুই বছর আগেও বাংলাদেশিদের কাছে শেখ মুজিবের সমালোচনা এক অকল্পনীয় বিষয় ছিল। আজ সরকারি কর্মকর্তাদের মাঝেও শোনা যাচ্ছে, ‘পাকিস্তানি আমলেই ভাল ছিলাম’ এর হাহাকার।
৫ মিনিট আগেবরাদ্দ পাওয়ার আশায় নিজেদের টাকায় সংস্কারকাজ করেছে অনেক বিদ্যালয়। এখন বরাদ্দ ফেরত যাওয়ায় তারাও পড়েছে বিপাকে। সেই সঙ্গে সংস্কার না হওয়া বিদ্যালয়গুলোতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেজুলাই সনদ নিয়ে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই জাতীয় সনদে তাঁদের কয়েকটি মৌলিক দাবি বাদ পড়েছে।
৪ ঘণ্টা আগেআমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু স্ট্রিমকে জানিয়েছেন, জুলাই সনদের অঙ্গীকারগুলো বাস্তবায়নের বিষয়ে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এক্ষেত্রে বিএনপি যদি একটু উদারতা ও আন্তরিকতা দেখায়, আশা করি একটা সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
৬ ঘণ্টা আগে