হেগ-ভিত্তিক এই আদালত জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার ‘যুক্তিসংগত ভিত্তি’ রয়েছে।
স্ট্রিম ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানে নারী ও কিশোরীদের প্রতি নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা গেছে।
হেগ-ভিত্তিক এই আদালত জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার ‘যুক্তিসংগত ভিত্তি’রয়েছে। আদালতের মতে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের অধিকার দমন করা হয়েছে। যেমন ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা, নারীদের বিভিন্ন পেশায় কাজ করতে না দেওয়া ইত্যাদি।
এই ঘটনাকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। নারী অধিকারের ওপর আঘাতকে সরাসরি মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে তালেবান সরকার। তারা জানিয়েছে, আফগানিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না। তালেবান এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্পষ্ট ‘শত্রুতার বহিঃপ্রকাশ’ এবং ‘বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা’ বলে উল্লেখ করেছে।
তালেবান সরকারের আরোপিত নানা বিধিনিষেধের মধ্যে রয়েছে—নারীদের ভ্রমণের সীমানা নির্ধারণ করে দেওয়া, পুরুষ অভিভাবক ছাড়া দূরে ভ্রমণে নিষেধাজ্ঞা। এমনকি জনসমক্ষে নারীদের উচ্চস্বরে কথা বলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, ‘তালেবান পুরো জনগণের ওপর কিছু নিয়ম-নীতি চাপিয়ে দিলেও, তারা বিশেষভাবে নারীদেরকে লিঙ্গের ভিত্তিতে মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে।’
জাতিসংঘ এর আগে এসব নিষেধাজ্ঞাকে ‘লিঙ্গবৈষম্যমূলক শাসন’ বা ‘জেন্ডার অ্যাপার্থেইড’ বলে অভিহিত করেছে।
তালেবান সরকার অবশ্য দাবি করেছে, তারা নারীদের অধিকারকে সম্মান করবে ‘আফগান সংস্কৃতি ও ইসলামি শরিয়াহর ব্যাখ্যার আলোকে’।
হাইবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তিনি তথাকথিত ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিচ্ছেন। এর আগে ১৯৮০-এর দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে তিনি যুদ্ধে অংশ নেন।
আবদুল হাকিম হাক্কানি ছিলেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের প্রধান মধ্যস্থতাকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনার কথা প্রথম উঠে আসে ২০২৪ সালের জানুয়ারিতে। সে সময় আইসিসির প্রধান প্রসিউকিউটর করিম খান অভিযোগ তোলেন যে, ওই নেতারা আফগান মেয়েশিশু ও নারীদের প্রতি নিপীড়নের জন্য দায়ী।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানে নারী ও কিশোরীদের প্রতি নিপীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা গেছে।
হেগ-ভিত্তিক এই আদালত জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার ‘যুক্তিসংগত ভিত্তি’রয়েছে। আদালতের মতে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের অধিকার দমন করা হয়েছে। যেমন ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা, নারীদের বিভিন্ন পেশায় কাজ করতে না দেওয়া ইত্যাদি।
এই ঘটনাকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। নারী অধিকারের ওপর আঘাতকে সরাসরি মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে তালেবান সরকার। তারা জানিয়েছে, আফগানিস্তান আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না। তালেবান এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্পষ্ট ‘শত্রুতার বহিঃপ্রকাশ’ এবং ‘বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা’ বলে উল্লেখ করেছে।
তালেবান সরকারের আরোপিত নানা বিধিনিষেধের মধ্যে রয়েছে—নারীদের ভ্রমণের সীমানা নির্ধারণ করে দেওয়া, পুরুষ অভিভাবক ছাড়া দূরে ভ্রমণে নিষেধাজ্ঞা। এমনকি জনসমক্ষে নারীদের উচ্চস্বরে কথা বলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, ‘তালেবান পুরো জনগণের ওপর কিছু নিয়ম-নীতি চাপিয়ে দিলেও, তারা বিশেষভাবে নারীদেরকে লিঙ্গের ভিত্তিতে মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে।’
জাতিসংঘ এর আগে এসব নিষেধাজ্ঞাকে ‘লিঙ্গবৈষম্যমূলক শাসন’ বা ‘জেন্ডার অ্যাপার্থেইড’ বলে অভিহিত করেছে।
তালেবান সরকার অবশ্য দাবি করেছে, তারা নারীদের অধিকারকে সম্মান করবে ‘আফগান সংস্কৃতি ও ইসলামি শরিয়াহর ব্যাখ্যার আলোকে’।
হাইবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তিনি তথাকথিত ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিচ্ছেন। এর আগে ১৯৮০-এর দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে তিনি যুদ্ধে অংশ নেন।
আবদুল হাকিম হাক্কানি ছিলেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের প্রধান মধ্যস্থতাকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনার কথা প্রথম উঠে আসে ২০২৪ সালের জানুয়ারিতে। সে সময় আইসিসির প্রধান প্রসিউকিউটর করিম খান অভিযোগ তোলেন যে, ওই নেতারা আফগান মেয়েশিশু ও নারীদের প্রতি নিপীড়নের জন্য দায়ী।
প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৮ ঘণ্টা আগেব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৬ ঘণ্টা আগেপ্রতিবেদনের নির্বাহী সার সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
১ দিন আগে