আমরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারি এবং শান্তিপূর্ণ কাজে এর শক্তি ব্যবহার করতে পারি।
স্ট্রিম ডেস্ক
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি বলেছেন, তাঁর দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। অর্থাৎ, দেশটির পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে। গতকাল রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার দাবি করে ইরাভানি বলেন, ‘এনপিটিতে আমাদের দুটি অধিকার সম্পর্কে স্পষ্ট বলা আছে। প্রথমত, আমরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারি এবং শান্তিপূর্ণ কাজে এর শক্তি ব্যবহার করতে পারি। দ্বিতীয় অধিকারটি হলো–আমাদের কার্যক্রমে আইএইএ-এর (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা) আইনি সুরক্ষা পাওয়া। এছাড়া, আমাদের উন্নয়ন কর্মসূচির জন্য প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার অধিকারও রয়েছে।’
ইরানে অবস্থিত আইএইএ-এর কর্মকর্তারা দেশটির পরমাণু প্রকল্পগুলোয় যেতে পারছেন না। এ বিষয়ে ইরাভানি বলেন, ‘তারা নিরাপদে আছেন। তবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা বর্তমানে আমাদের প্রকল্পগুলোয় যেতে পারছেন না। আমাদের মতে, আইএইএ তাদের কাজ ঠিকমতো করেনি।’
তবে ইরানের তরফ থেকে আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার কর্মকর্তাদের প্রতি কোনো হুমকি নেই বলেও এই সাক্ষাৎকারে জানান ইরাভানি।
আলোচনার বিষয়ে ইরাভানি বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা চালাবার মতো পরিস্থিতি নেই। তাছাড়া আলোচনায় বসার ব্যাপারে আমাদের কোনো আহ্বানও জানানো হয়নি।’
ইরানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে ইরাভানি বলেন, ‘আলোচনার একটি নীতি আছে। এখানে দেওয়া-নেওয়ার বিষয় জড়িত। শর্তহীন আত্মসমর্পণ মানে আলোচনা নয়। বরং এটি হলো আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। তারা আলোচনা চাইলে আমরা প্রস্তুত। কিন্তু যদি তারা আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে আলোচনার কোনো সুযোগ নেই।’
ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কথা বলেছে। ইরাভানি অভিযোগ করেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি বলেছেন, তাঁর দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। অর্থাৎ, দেশটির পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে। গতকাল রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার দাবি করে ইরাভানি বলেন, ‘এনপিটিতে আমাদের দুটি অধিকার সম্পর্কে স্পষ্ট বলা আছে। প্রথমত, আমরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারি এবং শান্তিপূর্ণ কাজে এর শক্তি ব্যবহার করতে পারি। দ্বিতীয় অধিকারটি হলো–আমাদের কার্যক্রমে আইএইএ-এর (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা) আইনি সুরক্ষা পাওয়া। এছাড়া, আমাদের উন্নয়ন কর্মসূচির জন্য প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার অধিকারও রয়েছে।’
ইরানে অবস্থিত আইএইএ-এর কর্মকর্তারা দেশটির পরমাণু প্রকল্পগুলোয় যেতে পারছেন না। এ বিষয়ে ইরাভানি বলেন, ‘তারা নিরাপদে আছেন। তবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা বর্তমানে আমাদের প্রকল্পগুলোয় যেতে পারছেন না। আমাদের মতে, আইএইএ তাদের কাজ ঠিকমতো করেনি।’
তবে ইরানের তরফ থেকে আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার কর্মকর্তাদের প্রতি কোনো হুমকি নেই বলেও এই সাক্ষাৎকারে জানান ইরাভানি।
আলোচনার বিষয়ে ইরাভানি বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা চালাবার মতো পরিস্থিতি নেই। তাছাড়া আলোচনায় বসার ব্যাপারে আমাদের কোনো আহ্বানও জানানো হয়নি।’
ইরানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে ইরাভানি বলেন, ‘আলোচনার একটি নীতি আছে। এখানে দেওয়া-নেওয়ার বিষয় জড়িত। শর্তহীন আত্মসমর্পণ মানে আলোচনা নয়। বরং এটি হলো আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। তারা আলোচনা চাইলে আমরা প্রস্তুত। কিন্তু যদি তারা আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে আলোচনার কোনো সুযোগ নেই।’
ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কথা বলেছে। ইরাভানি অভিযোগ করেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগেব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেপ্রতিবেদনের নির্বাহী সার সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
১ দিন আগে