একদিনে আরও ৫৬ মৃত্যু
স্ট্রিম ডেস্ক
গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।
এরই মধ্যে গাজার একমাত্র ক্যাথলিক চার্চ হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
চার্চে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ
গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ল্যুভর দ্যরিয়েন্তের প্রধান মনসিনিয়র পাসকাল গোলনিশ।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে গোলনিশ বলেন, ‘এটি একটি উপাসনালয়। এটি এমন এক ক্যাথলিক চার্চ, যা শান্তির বার্তা দেয়, যা সব সময় শান্তির পক্ষে কাজ করে। তারা জনগণের সেবায় নিয়োজিত।’
গোলনিশ আরও বলেন, সেখানে পরিবার ছিল, সাধারণ বেসামরিক মানুষ ছিল।’
এদিকে এই হামলার পর পোপ চতুর্দশ লিও গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর ক্যাথলিক চার্চে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনার পরও তিনি ‘সংলাপ, পুনর্মিলন এবং অঞ্চলে টেকসই শান্তির’ প্রতি তাঁর গভীর আশাবাদ প্রকাশ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬২৯ জন নিহত এবং প্রায় ১ লাখ ৪০ জন আহত হয়েছেন।
গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।
এরই মধ্যে গাজার একমাত্র ক্যাথলিক চার্চ হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
চার্চে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ
গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা ল্যুভর দ্যরিয়েন্তের প্রধান মনসিনিয়র পাসকাল গোলনিশ।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে গোলনিশ বলেন, ‘এটি একটি উপাসনালয়। এটি এমন এক ক্যাথলিক চার্চ, যা শান্তির বার্তা দেয়, যা সব সময় শান্তির পক্ষে কাজ করে। তারা জনগণের সেবায় নিয়োজিত।’
গোলনিশ আরও বলেন, সেখানে পরিবার ছিল, সাধারণ বেসামরিক মানুষ ছিল।’
এদিকে এই হামলার পর পোপ চতুর্দশ লিও গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর ক্যাথলিক চার্চে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনার পরও তিনি ‘সংলাপ, পুনর্মিলন এবং অঞ্চলে টেকসই শান্তির’ প্রতি তাঁর গভীর আশাবাদ প্রকাশ করেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬২৯ জন নিহত এবং প্রায় ১ লাখ ৪০ জন আহত হয়েছেন।
প্রতিবছর চাসোটি থেকে কিসওয়ারের মাতা চণ্ডী হিমালয় তীর্থস্থানে বার্ষিক যাত্রা শুরু হয়। আকস্মিক বন্যার কারণে বার্ষিক এ যাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগেব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা একটি ‘প্রহসন’ এবং এটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ থেকে করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ’ ছড়াচ্ছে এবং মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেপ্রতিবেদনের নির্বাহী সার সংক্ষেপে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যাপক ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
১ দিন আগে