leadT1ad

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে মিসাইল হামলার অভিযোগ, প্রত্যাখ্যান ইরানের

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৬: ১৭
ছবি: স্ট্রিম গ্রাফিক

যুদ্ধবিরতির মধ্যেই ইরান মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করেছে তারা। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে। আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’

ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএন-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরান এই ধরণের হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন।

Ad 300x250

সম্পর্কিত