নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিলম্বে নির্বাচন হলে জটিলতা তৈরি হতে পারে—এই অজুহাতে কোনো ‘প্রিম্যাচিউরড ডেলিভারি’ চান না তাঁরা।
জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার সাংবাদিকদের জানান, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাঁকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।
বক্তব্য শুরুর আট মিনিটের মাথায় মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও বক্তৃতা শুরু করেন তিনি। কিন্তু আবারও এক মিনিটের ভেতর মঞ্চে লুটিয়ে পড়েন। পরে সেখানে বসেই বক্তব্য শেষ করেন ৬৬ বছর বয়সী এই নেতা।
জোহরের নামাজের বিরতি দিয়ে বেলা দুইটায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা গেছে।
জামায়াতের সঙ্গে ইসলামি দলগুলোর জোট
সমাবেশে বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ পরস্পর ঐক্য গড়ার গুরুত্ব তুলে ধরবেন। যেসব ইসলামপন্থী দল কখনো জামায়াতের সঙ্গে একছাতার নিচে আসেনি তারাও সমাবেশে আমন্ত্রণ পেয়েছে।
‘নতুন বাংলাদেশ’-এর ডাক জামায়াতে ইসলামীর
নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুরে আয়োজিত সমাবেশে নিজেদের নির্বাচনী প্রস্তুতির বার্তাও দেয় দলটি।