স্ট্রিম প্রতিবেদক
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আরও দুই সপ্তাহ তাঁকে রুটিন বিশ্রামে থাকতে হবে। তিন সপ্তাহ পরে জনসম্মুখে পূর্ণ সক্রিয় হতে পারবেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির। এর আগে হাসপাতাল চত্ত্বরে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় জামায়াতের পক্ষ থেকে তদারকির দায়িত্বে থাকা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন উনাকে বাসায় নিয়ে যাব। আরও দুই সপ্তাহ রুটিন মাফিক উনার রেস্ট প্রয়োজন হবে। তবে এই সময়ে ইনশাআল্লাহ উনি কর্মক্ষমই থাকবেন। আমাদের পরামর্শ দিতে পারবেন। তিন সপ্তাহ পরে জনসম্মুখে ইনশাআল্লাহ এক্টিভ হতে পারবেন। দেশ ও জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশাকরি।’
হাসপাতালের মালিক, চিকিৎসক ও অন্য সেবাদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের কাছে অনেক রিকুয়েস্ট ছিল দেশবিদেশ থেকে; উনার চিকিৎসা বিদেশে করানোর জন্য। আমরা উনার সঙ্গেও পরামর্শ করেছি। কিন্তু মুহতারাম আমিরে জামায়াত আল্লাহর ওপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে, উনি বাংলাদেশেই অপারেশন করতে চান। আমরা দায়িত্বশীলরাও বসে একমত হয়েছি।’
গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তাঁর। হার্টে ধরা পড়ে চারটি ব্লক।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আরও দুই সপ্তাহ তাঁকে রুটিন বিশ্রামে থাকতে হবে। তিন সপ্তাহ পরে জনসম্মুখে পূর্ণ সক্রিয় হতে পারবেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির। এর আগে হাসপাতাল চত্ত্বরে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন্দ প্রমুখ।
এ সময় জামায়াতের পক্ষ থেকে তদারকির দায়িত্বে থাকা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন উনাকে বাসায় নিয়ে যাব। আরও দুই সপ্তাহ রুটিন মাফিক উনার রেস্ট প্রয়োজন হবে। তবে এই সময়ে ইনশাআল্লাহ উনি কর্মক্ষমই থাকবেন। আমাদের পরামর্শ দিতে পারবেন। তিন সপ্তাহ পরে জনসম্মুখে ইনশাআল্লাহ এক্টিভ হতে পারবেন। দেশ ও জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশাকরি।’
হাসপাতালের মালিক, চিকিৎসক ও অন্য সেবাদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের কাছে অনেক রিকুয়েস্ট ছিল দেশবিদেশ থেকে; উনার চিকিৎসা বিদেশে করানোর জন্য। আমরা উনার সঙ্গেও পরামর্শ করেছি। কিন্তু মুহতারাম আমিরে জামায়াত আল্লাহর ওপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে, উনি বাংলাদেশেই অপারেশন করতে চান। আমরা দায়িত্বশীলরাও বসে একমত হয়েছি।’
গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।
পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তাঁর। হার্টে ধরা পড়ে চারটি ব্লক।
প্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
২২ মিনিট আগে২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
২ ঘণ্টা আগেদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
২ ঘণ্টা আগেফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
২ ঘণ্টা আগে