ভাত, প্রতিদিনের জীবিকা যুদ্ধের ফসল। এই যুদ্ধের মাঠে যখন দামি চাল, সবজির দামে আগুন, ডালের কেজি ছুঁয়েছে আকাশ, তখন শহরের অলি-গলিতে ভাতের পাতে জায়গা করে নেয় রুটি আর কলা।
শতাব্দীকা ঊর্মি
কবি রফিক আজাদ লিখেছিলেন, ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’। তবে বাংলাদেশের মানচিত্রের মানুষেরা কি কখনো তিন বেলা ভাতের অধিকার আদৌ পেয়েছে? নাকি মানচিত্র বা ভাত, কোনোটিই নিজের অধিকারে না থাকায় খেতে হয় দশ টাকার রুটি?
ভাত, প্রতিদিনের জীবিকা যুদ্ধের ফসল। এই যুদ্ধের মাঠে যখন দামি চাল, সবজির দামে আগুন, ডালের কেজি ছুঁয়েছে আকাশ, তখন শহরের অলি-গলিতে ভাতের পাতে জায়গা করে নেয় রুটি আর কলা। খাদ্যাভ্যাসের এই রূপান্তর জানান দেয় নতুন লড়াই।
অফিসে আসার তাড়ায় নাস্তা করতে ভুলে যাওয়া প্রতিদিনের ‘মনে থাকা’ এক বদভ্যাস। মেট্রো থেকে নেমেই দেখা হলো নাস্তা করতে থাকা একজনের সঙ্গে। দেখলাম, কলা আর রুটি চিবোচ্ছেন তাড়াহুড়া করে।
‘একটা কলা, একটা রুটি আর এক গ্লাস পানি—ডেইলি সকালে খাই’, বলছিলেন কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক হাবিবুল্লাহ। তিন বেলার খাবারের মধ্যে সকালের খাবার হিসেবে থাকে রুটি-কলা। কারণ এটা সস্তা আর সহজে মেলে।
রুটি-কলা এমন এক খাদ্য, যেগুলোর গায়ে লেগে আছে ‘অভাব’ নামের সাইনবোর্ড। ঢাকা শহরের বিভিন্ন টং দোকান, ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতা বা ফুটপাতের হকারদের কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই দুটি জিনিস। কারণ, এগুলো চটজলদি খাওয়া যায়, কম খরচে পেট ভরানো যায়, আর শরীরকে কিছু সময়ের জন্য টিকিয়ে রাখা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মারুফও রোজ সকালে খান কলা-রুটি। কারণ জিজ্ঞেস করলে বলেন, ‘স্টুডেন্ট ফ্রেন্ডলি খরচ। সস্তায় নাস্তা করা যায় এই দুটি খাবার দিয়ে।’
একদিকে খরচ বাঁচে, অন্যদিকে পেটও ভরে যায়। এটা শুধু খাদ্যাভ্যাসের বদল নয়। এটা সময় ও দারিদ্র্যের সঙ্গে খাপ খাওয়ানোতে বাধ্য হতে চাওয়া এক সংগ্রাম। তবে কি কলা-রুটিই একমাত্র সমাধান?
পাউরুটি একটি ইউরোপীয় রন্ধনশৈলীর রুটি। এর উৎপত্তি প্রাচীন মিশর, গ্রীস ও রোমে। খ্রিস্টপূর্ব ৮০০০ সালের দিকে প্রথম ইস্টযুক্ত রুটি তৈরি হয়। রোমানরা ওয়াটার-মিলিং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে রুটিকে শিল্প পর্যায়ে নিয়ে যায়। মধ্যযুগে ইউরোপে রুটি সামাজিক শ্রেণিবিন্যাসের প্রতীক হয়ে ওঠে। ধনী শ্রেণির মানুষেরা সাদা রুটি, দরিদ্ররা মোটা বা রাইয়ের রুটি (রাই এক ধরনের শস্য) খেত।
বাংলায় পাউরুটি আসে পর্তুগিজদের মাধ্যমে। ‘পাউ’ শব্দটি পর্তুগিজ 'pão' (মানে ছোট গোল রুটি) থেকে এসেছে, আর ‘রুটি’ শব্দটি বাংলার নিজস্ব। একটি ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল, পাউরুটি বানাতে ময়দা পা দিয়ে মাখানো হতো, যা সত্য নয়। বাংলার ঐতিহ্যবাহী চাপাটির পাশাপাশি এই নরম ও ফাঁপা পাশ্চাত্য ধাঁচের রুটি জনপ্রিয়তা পায়। ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রে টুকরো করা পাউরুটি বাজারে এলে তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে আধুনিক প্রযুক্তি ও রাসায়নিক সংরক্ষণে পাউরুটি হয় আরও সাদা, নরম ও দীর্ঘস্থায়ী। বর্তমানে এটি শুধু গম নয়, নানা শস্য থেকে তৈরি হয়ে বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত খাদ্যে পরিণত হয়েছে।
পাউরুটি বানানো হয় এমন এক প্রক্রিয়ায় যেখানে ময়দার সঙ্গে ইস্ট মেশালেই তা পরিমাণে হয় দ্বিগুণ। অর্থাৎ অল্প থেকে বেশি হয়ে যাওয়া খাবারই থাকে গরিবদের প্রধান চাহিদা। পেট ভরানোর তাগিদে খাবার তখন কেবল স্বাদ নয়, হয়ে ওঠে হিসাবের খাতা। পাউরুটি সেই হিসেবি বাস্তবতার নাম। যেখানে সস্তায়, কম সময়ে, একটু বেশি পরিমাণে কিছু খেয়ে দিনটাকে টেনে নেওয়াই বড় জয়।
নির্মম এই সত্য উঠে এসেছে সম্প্রতি বেসরকারি সংস্থা ইয়ুথ পলিসি নেটওয়ার্কের এক জরিপেও। তারা বলছে, দেশের ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ প্রতিদিন অন্তত এক বেলা পাউরুটি–বিস্কুট খান। ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা মাসিক আয়ের মানুষের মধ্যে ৬০ শতাংশই সময়ের অভাব ও বাড়তি দামের কারণে সকালের খাবার বাদ দেন।
অতএব, যারা ভাত বা মানচিত্র কোনোটিই খেতে পারে না, তাদের জন্য রুটিই হয়ে ওঠে সম্বল।
কবি রফিক আজাদ লিখেছিলেন, ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’। তবে বাংলাদেশের মানচিত্রের মানুষেরা কি কখনো তিন বেলা ভাতের অধিকার আদৌ পেয়েছে? নাকি মানচিত্র বা ভাত, কোনোটিই নিজের অধিকারে না থাকায় খেতে হয় দশ টাকার রুটি?
ভাত, প্রতিদিনের জীবিকা যুদ্ধের ফসল। এই যুদ্ধের মাঠে যখন দামি চাল, সবজির দামে আগুন, ডালের কেজি ছুঁয়েছে আকাশ, তখন শহরের অলি-গলিতে ভাতের পাতে জায়গা করে নেয় রুটি আর কলা। খাদ্যাভ্যাসের এই রূপান্তর জানান দেয় নতুন লড়াই।
অফিসে আসার তাড়ায় নাস্তা করতে ভুলে যাওয়া প্রতিদিনের ‘মনে থাকা’ এক বদভ্যাস। মেট্রো থেকে নেমেই দেখা হলো নাস্তা করতে থাকা একজনের সঙ্গে। দেখলাম, কলা আর রুটি চিবোচ্ছেন তাড়াহুড়া করে।
‘একটা কলা, একটা রুটি আর এক গ্লাস পানি—ডেইলি সকালে খাই’, বলছিলেন কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক হাবিবুল্লাহ। তিন বেলার খাবারের মধ্যে সকালের খাবার হিসেবে থাকে রুটি-কলা। কারণ এটা সস্তা আর সহজে মেলে।
রুটি-কলা এমন এক খাদ্য, যেগুলোর গায়ে লেগে আছে ‘অভাব’ নামের সাইনবোর্ড। ঢাকা শহরের বিভিন্ন টং দোকান, ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতা বা ফুটপাতের হকারদের কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই দুটি জিনিস। কারণ, এগুলো চটজলদি খাওয়া যায়, কম খরচে পেট ভরানো যায়, আর শরীরকে কিছু সময়ের জন্য টিকিয়ে রাখা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মারুফও রোজ সকালে খান কলা-রুটি। কারণ জিজ্ঞেস করলে বলেন, ‘স্টুডেন্ট ফ্রেন্ডলি খরচ। সস্তায় নাস্তা করা যায় এই দুটি খাবার দিয়ে।’
একদিকে খরচ বাঁচে, অন্যদিকে পেটও ভরে যায়। এটা শুধু খাদ্যাভ্যাসের বদল নয়। এটা সময় ও দারিদ্র্যের সঙ্গে খাপ খাওয়ানোতে বাধ্য হতে চাওয়া এক সংগ্রাম। তবে কি কলা-রুটিই একমাত্র সমাধান?
পাউরুটি একটি ইউরোপীয় রন্ধনশৈলীর রুটি। এর উৎপত্তি প্রাচীন মিশর, গ্রীস ও রোমে। খ্রিস্টপূর্ব ৮০০০ সালের দিকে প্রথম ইস্টযুক্ত রুটি তৈরি হয়। রোমানরা ওয়াটার-মিলিং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে রুটিকে শিল্প পর্যায়ে নিয়ে যায়। মধ্যযুগে ইউরোপে রুটি সামাজিক শ্রেণিবিন্যাসের প্রতীক হয়ে ওঠে। ধনী শ্রেণির মানুষেরা সাদা রুটি, দরিদ্ররা মোটা বা রাইয়ের রুটি (রাই এক ধরনের শস্য) খেত।
বাংলায় পাউরুটি আসে পর্তুগিজদের মাধ্যমে। ‘পাউ’ শব্দটি পর্তুগিজ 'pão' (মানে ছোট গোল রুটি) থেকে এসেছে, আর ‘রুটি’ শব্দটি বাংলার নিজস্ব। একটি ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল, পাউরুটি বানাতে ময়দা পা দিয়ে মাখানো হতো, যা সত্য নয়। বাংলার ঐতিহ্যবাহী চাপাটির পাশাপাশি এই নরম ও ফাঁপা পাশ্চাত্য ধাঁচের রুটি জনপ্রিয়তা পায়। ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রে টুকরো করা পাউরুটি বাজারে এলে তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে আধুনিক প্রযুক্তি ও রাসায়নিক সংরক্ষণে পাউরুটি হয় আরও সাদা, নরম ও দীর্ঘস্থায়ী। বর্তমানে এটি শুধু গম নয়, নানা শস্য থেকে তৈরি হয়ে বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত খাদ্যে পরিণত হয়েছে।
পাউরুটি বানানো হয় এমন এক প্রক্রিয়ায় যেখানে ময়দার সঙ্গে ইস্ট মেশালেই তা পরিমাণে হয় দ্বিগুণ। অর্থাৎ অল্প থেকে বেশি হয়ে যাওয়া খাবারই থাকে গরিবদের প্রধান চাহিদা। পেট ভরানোর তাগিদে খাবার তখন কেবল স্বাদ নয়, হয়ে ওঠে হিসাবের খাতা। পাউরুটি সেই হিসেবি বাস্তবতার নাম। যেখানে সস্তায়, কম সময়ে, একটু বেশি পরিমাণে কিছু খেয়ে দিনটাকে টেনে নেওয়াই বড় জয়।
নির্মম এই সত্য উঠে এসেছে সম্প্রতি বেসরকারি সংস্থা ইয়ুথ পলিসি নেটওয়ার্কের এক জরিপেও। তারা বলছে, দেশের ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ প্রতিদিন অন্তত এক বেলা পাউরুটি–বিস্কুট খান। ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা মাসিক আয়ের মানুষের মধ্যে ৬০ শতাংশই সময়ের অভাব ও বাড়তি দামের কারণে সকালের খাবার বাদ দেন।
অতএব, যারা ভাত বা মানচিত্র কোনোটিই খেতে পারে না, তাদের জন্য রুটিই হয়ে ওঠে সম্বল।
টিকটক হইল এখনকার সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ার এই ভার্শনটা এমন যে আপনি দুইটা ট্যাপ দিলেই একটা ভিডিও বানায়া আপলোড করতে পারবেন। ক্যামেরা, এডিটিং, মিউজিক, ট্রেন্ডি সাউন্ড সব এক জায়গায়।
৭ দিন আগেদিনাজপুরের হিলিতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৮ জানুয়ারি স্থানীয় মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাওনা ছাত্র কল্যাণ পরিষদ। খেলার আগে তারা মাইকিং করে প্রচারও করেছিল টুর্নামেন্ট আয়োজনের। টিকিটও বিক্রি হয়।বিপত্তি বাঁধে খেলা শুরু হওয়ার আগে।
০৮ জুন ২০২৫আজ সর্বকালের অন্যতম সেরা লাস্যময়ী তারকা বলে খ্যাত মেরিলিন মনরোর ৯৯তম জন্মবার্ষিকী। রূপ, খ্যাতি আর আকর্ষণের প্রতীক হয়ে ওঠা মনরোকে ঘিরে গ্ল্যামারের যত মোহ, তার আড়ালেই লুকিয়ে ছিল এক ভাঙা শৈশব, হৃদয়ভাঙা প্রেম, বারবার ব্যর্থ বিয়ে আর নিজেকে প্রমাণ করার এক জেদি চেষ্টা।
০৮ জুন ২০২৫বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন কারণে গত কয়েক বছরে ভারতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বেড়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিত নন, জলবায়ু পরিবর্তন কীভাবে দক্ষিণ এশিয়ার জটিল মৌসুমী বৃষ্টি ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে।
০২ জুন ২০২৫