বাংলাদেশে কী প্রভাব
ভারতের উত্তরপূর্বাঞ্চল জুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
স্ট্রিম ডেস্ক
সংবাদ সংস্থা এএফপি’র সূত্রে বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল,আসাম, মেঘালয়, মণিপুর ও মিজোরাম অঞ্চল। আসামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ১২টি জেলার ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রম্মপুত্রসহ উত্তর পূর্ব ভারতের সব নদীতে পানির স্তর বেড়ে গিয়েছে।
আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল (রেড এলার্ট) ও কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন কারণে গত কয়েক বছরে ভারতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বেড়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিত নন, জলবায়ু পরিবর্তন কীভাবে দক্ষিণ এশিয়ার জটিল মৌসুমী বৃষ্টি ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে।
অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ভারতের উত্তরপূর্বাঞ্চলে চলমান প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারতের উজানে ভারি বর্ষণের ফলে বাংলাদেশে দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামের মতো উত্তরের ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর প্রতি বাড়তি নজর দরকার।
সংবাদ সংস্থা এএফপি’র সূত্রে বলা হয়েছে, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল,আসাম, মেঘালয়, মণিপুর ও মিজোরাম অঞ্চল। আসামে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ১২টি জেলার ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রম্মপুত্রসহ উত্তর পূর্ব ভারতের সব নদীতে পানির স্তর বেড়ে গিয়েছে।
আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল (রেড এলার্ট) ও কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন কারণে গত কয়েক বছরে ভারতে বৃষ্টিপাত ও বন্যার তীব্রতা বেড়েছে। তবে বৈজ্ঞানিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিত নন, জলবায়ু পরিবর্তন কীভাবে দক্ষিণ এশিয়ার জটিল মৌসুমী বৃষ্টি ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করছে।
অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ভারতের উত্তরপূর্বাঞ্চলে চলমান প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভারতের উজানে ভারি বর্ষণের ফলে বাংলাদেশে দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামের মতো উত্তরের ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর প্রতি বাড়তি নজর দরকার।
টিকটক হইল এখনকার সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ার এই ভার্শনটা এমন যে আপনি দুইটা ট্যাপ দিলেই একটা ভিডিও বানায়া আপলোড করতে পারবেন। ক্যামেরা, এডিটিং, মিউজিক, ট্রেন্ডি সাউন্ড সব এক জায়গায়।
৭ দিন আগেঅফিসে আসার তাড়ায় নাস্তা করতে ভুলে যাওয়া প্রতিদিনের ‘মনে থাকা’ এক বদভ্যাস। মেট্রো থেকে নেমেই দেখা হলো নাস্তা করতে থাকা একজনের সঙ্গে। দেখলাম, কলা আর রুটি চিবোচ্ছেন তাড়াহুড়া করে।
০৪ জুলাই ২০২৫দিনাজপুরের হিলিতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৮ জানুয়ারি স্থানীয় মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাওনা ছাত্র কল্যাণ পরিষদ। খেলার আগে তারা মাইকিং করে প্রচারও করেছিল টুর্নামেন্ট আয়োজনের। টিকিটও বিক্রি হয়।বিপত্তি বাঁধে খেলা শুরু হওয়ার আগে।
০৮ জুন ২০২৫আজ সর্বকালের অন্যতম সেরা লাস্যময়ী তারকা বলে খ্যাত মেরিলিন মনরোর ৯৯তম জন্মবার্ষিকী। রূপ, খ্যাতি আর আকর্ষণের প্রতীক হয়ে ওঠা মনরোকে ঘিরে গ্ল্যামারের যত মোহ, তার আড়ালেই লুকিয়ে ছিল এক ভাঙা শৈশব, হৃদয়ভাঙা প্রেম, বারবার ব্যর্থ বিয়ে আর নিজেকে প্রমাণ করার এক জেদি চেষ্টা।
০৮ জুন ২০২৫